
ঢাকার ৭টি ফ্লাইওভার থেকে গ্রাফিতি-পোস্টার অপসারণের নির্দেশ
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ১৪:৫৮ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ১৪:৫৮
সমকাল প্রতিবেদক

রাজধানী ঢাকার ৭টি ফ্লাইওভার থেকে গ্রাফিতি-পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত বা নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো স্থানে দেয়াল লিখন বা পোস্টার লাগানো যাবে না। এই বিধান লঙ্ঘন করিলে তা দণ্ডনীয় অপরাধ। অথচ রাজধানীর সবগুলো ফ্লাইওভারে অহরহ দেয়াল লিখন চলছে ও পোস্টারও লাগানো হচ্ছে, যা বেআইনি। এজন্য জনস্বার্থে রিটটি দায়ের করা হয়। হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফ্লাইওভার থেকে গ্রাফিতি-পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন।
গত ২ ফেব্রুয়ারি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী মো. সরওয়ার আহাদ ও রিপন বাড়ই রিট দায়ের করেন। রিটে রাজধানীর সব ফ্লাইওভার থেকে দেয়াল লিখন ও পোস্টার অপসারণের নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি ফ্লাইওভারের দেয়ালে পোস্টারিং ও দেয়াল লিখন বন্ধে তদারকি কমিটি গঠন এবং দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নেরও নির্দেশনা চাওয়া হয়েছিল। রসামবার ওই রিটের শুনানি নিয়ে আদেশ দেন হাইকোর্ট।
রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকার দুই সিটি করপোরেশন, স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী, রাজউকের চেয়ারম্যান, ঢাকার পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com