
সারাজীবন ভুল নামে খেলেছেন কাসেমিরো!
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ১৭:৩৩ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ১৭:৩৩
স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল
রিয়াল মাদ্রিদ কাস্তিয়া থেকে পোর্তয় গিয়ে খেলেছেন। এরপর রিয়াল মাদ্রিদে ফিরে নিজেকে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠা করেছেন। মোটা অঙ্কের অর্থে ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়ে ব্রেক থ্রু দিয়েছেন কাসেমিরো। প্রায় এক দশক ব্রাজিল জাতীয় দলেরও মূল খেলোয়াড় তিনি। অথচ এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি ভুল নামে খেলে এসেছেন।
ফোকাস ফুটবলকে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কাসেমিরো। ভুল নামে খেলে যাওয়ার বিষয়টি ইচ্ছেকৃত বলেও উল্লেখ করেছেন ৩০ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে ভুল নামে খেলার ঘটনা ঘটেছিল সাও পাওলো থাকার সময়।
২০১০-২০১৩; তিন মৌসুম সাও পাওলোয় খেলেছেন তিনি। ডিফেন্সিভ মিডফিল্ড সামলে ৯২ ম্যাচে ৯ গোল করে রিয়ালের নজরে আসেন তিনি। সাও পাওলোয় খেলার সময় এক ম্যাচে তার নাম কাসেমিরো লিখতে গিয়ে ইংরেজি ‘আই’ এর জায়গায় লেখা হয়েছিল ‘ই’।
ওই ম্যাচে খুবই ভালো খেলেছিলেন কাসেমিরো। সেজন্য ওই ভুলই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “আমার নাম কার্লোস হেনরিক কাসেমিরো, যা ‘আই’ দিয়ে লেখা হয়। আমার মনে আছে যে, সাও পাওলোর হয়ে এক ম্যাচে নামটি ‘ই’ দিয়ে লেখা হয়েছিল। ওই নামটাই থেকে গেছে।”
সাবেক রিয়াল মাদ্রিদ তারকা জানিয়েছেন, নামের বানান ভুল এক ম্যাচেই হয়েছিল। ওটাই তিনি রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন, ‘ওই ম্যাচে ভালো খেলেছিলাম। আমি বড্ড কুসংস্কারাচ্ছন্ন মানুষ। সেজন্য বলেছিলাম, ওই বানানই থাক। বদলানোর দরকার নেই।’
কাসেমিরো ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেজন্য তাকে দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। লিডস ইউনাইটেড ও লিস্টার সিটির বিপক্ষে খেলতে পারবেন না তিনি। তবে কারাবাও কাপের ফাইনালে খেলতে পারবেন। এর আগে কার্ডজনিত কারণে আর্সেনালের বিপক্ষে লিগ ম্যাচে খেলতে পারেননি বিধ্বংসী ট্যাকলে পারদর্শী কাসেমিরো।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com