কর্মী থেকে নেতা হয়েছিলেন মোছলেম উদ্দিন: তথ্যমন্ত্রী

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ১৮:৩২ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ২০:০৬

সমকাল প্রতিবেদক

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোসলেম উদ্দিনের জানাজা শেষে। ছবি: সমকাল

সদ্যপ্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ কর্মী থেকে নেতা হয়েছেন এবং নেতৃত্বের প্রতি অবিচল থেকে দৃষ্টান্ত স্থাপন করেন বলে জানান তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এক-এগারোর পট পরিবর্তের পর যে কয়েকজন তৃণমূলের নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছিলেন, তার মধ্যে মোসলেম উদ্দিন ছিলেন অন্যতম। তিনি কীভাবে কর্মী থেকে নেতা হয়েছেন, কীভাবে সব সময় কর্মীদের পাশে থাকা যায় তা তিনি দেখিয়ে গেছেন। আর নেত্রী এবং নেতৃত্বের প্রতি কীভাবে অবিচল থাকা যায়, সেটি তার কাছ থেকে শেখার আছে।’

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সদ্যপ্রয়াত সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের জানাজা শেষে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী আরও বলেন, ‘মোছলেম উদ্দিন আহমেদ আমাদের দলের একজন পোড় খাওয়া কর্মী ছিলেন। তিনি মুক্তিযুদ্ধা। তিনি এবং এ বি এম মহিউদ্দিন চৌধুরী এক সঙ্গে পাকিস্তানিদের হাতে ধরা পড়েছিলেন। পরে পাগলের অভিনয় করে মুক্তি পান।’

মোছলেম উদ্দিনের জীবন কর্মী থেকে নেতা হওয়ার দাবি করে ড. হাছান বলেন, ‘তখন চট্টগ্রাম শহর ছাত্রলীগ ছিলো, মোছলেম উদ্দিন চট্টগ্রাম শহর ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর তিনি যুবলীগের সভাপতি হন। পরে তাকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘ দুই দশক তিনি সেই দায়িত্ব পালন করেন। শেষে এক দশকের বেশি সময় তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন।’

জানাজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেন এমপি, সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া অংশ নেন।

উল্লেখ্য, চট্টগ্রামের বোয়ালখালী-চান্দগাঁও আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪৭ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com