হিরো আলমকে নিয়ে কোনো মন্তব্য করিনি: ওবায়দুল কাদের

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ২০:২৮ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ২০:২৮

সমকাল প্রতিবেদক

ওবায়দুল কাদের/ফাইল ছবি

আলোচিত ইউটিউবার এবং সদ্য সমাপ্ত বগুড়ার দুই আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমকে (হিরো আলম) নিয়ে রাজনৈতিক নেতাদের বাহাসের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করলেন, হিরো আলমকে নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

ওবায়দুল কাদের দাবি করেছেন, তার মন্তব্য ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির বিভ্রান্তিমূলক কার্যক্রম নিয়ে।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদের জানাজায় অংশহগ্রহণ শেষে আজ সোমবার ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি সংসদীয় আসনে গত ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে বগুড়া-৬ ও বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনের আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে ৮৩৪ ভোটে পরাজিত হন হিরো আলম।

এদিকে গত শনিবার রাজধানীর কামরাঙ্গীরচরে এক সমাবেশে বগুড়ার উপনির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি। অবশেষে মির্জা ফখরুলের স্বপ্নভঙ্গ হয়েছে। এরপর ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে হিরো আলম তার সঙ্গে নির্বাচন করার পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের চ্যালেঞ্জের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি তাকে (হিরো আলম) কিছুই বলিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দিয়েছি। সে (হিরো আলম) প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে (নির্বাচন) করেছে। ভালো ভোট পেয়েছে। তার সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই।’

তিনি আরও বলেন, আমি যেটা বলেছি তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের প্রেক্ষাপটে বলেছি। কাউকে নিয়ে সমালোচনা নয়, আমাদের সমালোচনা শুধুমাত্র বিভ্রান্ত্রি সৃষ্টিকারী বিএনপিকে নিয়ে।

সদ্যপ্রয়াত মোসলেম উদ্দিন আহমেদের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মোসলেম উদ্দিন নেতা থেকে কর্মী হয়েছেন। দলের নিবেদিতপ্রাণ হিসেবে বঙ্গবন্ধুর চেতনার সৈনিক হিসেবেও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগকে লালন করেন তিনি। তার এমপি হওয়ার মতো শেষ স্বপ্ন শেখ হাসিনা পূরণ করেছেন।

জানাজায় অংশগ্রহণ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, কীভাবে কর্মী থেকে নেতা হওয়া যায়, সেটা মোসলেম উদ্দিনের কাছ থেকে শেখার রয়েছে।

এছাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, চট্টগ্রামের রাজনীতিতে মোসলেম উদ্দিন একজন আইকন বা অথরিটি ছিলেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com