
দীর্ঘদিন পর সিলেটে ছাত্রশিবিরের ঝটিকা মিছিল, আটক ৮
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ২০:৪৫ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ২০:৪৫
সিলেট ব্যুরো

প্রতীকী ছবি
দীর্ঘদিন পর সিলেটে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির। সোমবার (৬ ফেব্রুয়ারি) সিলেটের উত্তর-পূর্ব এলাকার ইলেক্ট্রিসাপ্লাই ও দক্ষিণ সুরমার বাবনা এলাকায় ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক ঝটিকা মিছিল করে ছাত্রশিবির। মিছিল শেষে ফেরার পথে দক্ষিণ সুরমার কিনব্রিজ এলাকা থেকে ৮ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
আটক নেতাকর্মীরা হলেন, কোম্পানীগঞ্জের হাদারপাড় এলাকার ফোরকান আহমদ, একই উপজেলার শাহপরান মাদরাসা ছাত্র নাঈম সিদ্দিকী, দক্ষিণ সুরমা সরকারি কলেজের ছাত্র ইয়াসিন আহমদ, সিলেট সরকারি আলিয়া মাদরাসার ছাত্র আবু সুফিয়ান সোহাগ, কাঠালবাড়ি চৌমুহনী আলিয়া মাদরাসার ছাত্র মদিনাতুল মনোয়ার, একই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র হাবিবুর রহমান, কোম্পানীগঞ্জ চৌমুহনী বাজার মুরাদ আলী হাফিজিয়া মাদরাসার ছাত্র আব্দুল্লাহ ও প্রিঙ্গাগুল দাখিল মাদরাসার ছাত্র হাসান আহমদ।
অপরদিকে ছাত্রশিবির নেতাকর্মীরা নগরের ইলেক্ট্রিসাপ্লাই শাহী ঈদগাহ এলাকায় আরেকটি ঝটিকা মিছিল বের করে।
মহনগর শিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিলেট নগরীর আম্বরখানা থেকে শোভাযাত্রা বের করে শাহী ঈদগাহ পয়েন্টে সমাবেশ করে ছাত্রশিবির। মহানগর শিবির সেক্রেটারি শরিফ মাহমুদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সভাপতি সিদ্দিক আহমদ।
স্থানীয়রা জানান, ১৫ মিনিটের মধ্যে মিছিল ও সমাবেশ শেষ করে ওই এলাকা থেকে চলে যান নেতাকর্মীরা।
প্রসঙ্গত, জামায়াতের শীর্ষনেতাদের ফাঁসি ও সাজা প্রদান এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি উঠার পর খুব একটা মাঠে দেখা যায়নি সংগঠনটির নেতাকর্মীদের। মাঝেমধ্যে বিভিন্ন কর্মসূচি পালনের চেষ্টা করলেও রাজপথে তাদের দেখা যায়নি। সর্বশেষ গত বছরের শেষের দিকে জামায়াতের আমিরের গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল করে জামায়াত। দীর্ঘদিন পর সোমবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝটিকা মিছিল করে শিবির।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, শিবির বিভিন্ন এলাকায় মিছিল করার চেষ্টা করেছে। এসময় তাদের ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com