আ. লীগ নেতা এমদাদুল হক মারা গেছেন

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ২১:৪৫ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ২১:৪৫

গোপালগঞ্জ প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক চৌধুরী।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক চৌধুরী আজ সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। 

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এক শোক বার্তায় এমদাদুল হকের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পরিবার জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ এবং পরে সদর উপজেলার মানিকদাহ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

ছাত্রলীগ দিয়েই রাজনৈতিক জীবন শুরু করেছিলেন এমদাদুল হক। পরে যুবলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হন। তিনি ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগ্রামে অংশ নেন। ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com