কথা রাখতে ম্যানসিটি ছাড়বেন গার্দিওয়ালা?

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ২১:৫৮ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ২১:৫৮

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানচেস্টার সিটি বিদায় নেওয়ার পর ক্লাবটির আর্থিক অনিয়ম নিয়ে কথা উঠেছিল। তখন ম্যানসিটি কোচ পেপ গার্দিওয়ালা বলেছিলেন, আর্থিক অনিয়ম প্রমাণিত হলে পরদিন তিনি ক্লাবের দায়িত্ব ছেড়ে দেবেন। 

বিষয়টি নিয়ে তখন পেপ বলেছিলেন, “আমি কেন ক্লাবের ঢাল ধরি? কারণ আমি তাদের হয়ে কাজ করি। যখন তাদের বিরুদ্ধে (আর্থিক অনিয়ম) অভিযোগ উঠেছে আমি প্রশ্ন করেছি, ‘বিষয়টি নিয়ে আমাকে ধারণা দিন। তারা আমাকে বলেছে, আমি বিশ্বাস করেছি।” 

পেপ গার্দিওয়ালা আরও বলেছিলেন, “উত্তরে আমি তাদের বলেছি, ‘যদি আপনারা আমাকে মিথ্যা বলেন, প্রমাণিত হওয়ার পরদিন আমি দায়িত্ব ছাড়বো। আমি ক্লাব ছাড়বো এবং আপনাদের বন্ধু তালিকায় থাকবো না। আমি আপনাদের ওপর আস্থা রাখছি। কারণ আমি আপনাদের বিশ্বাস করি।”

সোমবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে আর্থিক অনিয়মের অভিযোগ এনেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। চার বছরের তদন্তে তাদের বিরুদ্ধে নাকি প্রায় ১০০ অনিয়মের ঘটনার সত্যতা পেয়েছে কর্তৃপক্ষ। বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রিমিয়ার লিগের স্বাধীন বিচারকদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে, তাদের তদন্ত, তার প্রেক্ষিতে ম্যানসিটির বিপক্ষে অনিয়মের অভিযোগ ও বিচার কার্যের জন্য হস্তান্তরের ঘটনা জানিয়েছে। শেষ পর্যন্ত ম্যানসিটি অনিয়ম করেছে বলে বিচারকরা রায় দিলে এবং ম্যানসিটিকে শাস্তির আওতায় আনলে পেপ গার্দিওয়ালা কি কথা রাখতে চাকরি ছাড়বেন? উত্তর পেতে অপেক্ষা করতে হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com