যুক্তরাষ্ট্রের চাপে বাংলাদেশ রুশ জাহাজটি মোংলায় ভিড়তে দেয়নি: মস্কো

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ২২:৫৫ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ২২:৫৮

কূটনৈতিক প্রতিবেদক

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

যুক্তরাষ্ট্র ‘নিরপেক্ষ’ দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। রূপপুর পারমাণবিক কেন্দ্রের সরঞ্জাম বহনকারী রুশ জাহাজটিকে বাংলাদেশে ভিড়তে না দেওয়া ঘটনাকে উদাহরণ হিসেবে দেখিয়ে এ দাবি করেছে মস্কো। দেশটির দাবি, যুক্তরাষ্ট্রের চাপে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম বহনকারী রুশ জাহাজটি বাংলাদেশ মোংলা সমুদ্রবন্দরে ভিড়তে দেয়নি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে এসব কথা বলেন। আজ সোমবার সকালে রাশিয়ার দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

মার্কিন নিষেধাজ্ঞার আওতাধীন রুশ পতাকাবাহী জাহাজ 'উরসা মেজর' সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সরঞ্জাম নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। কিন্তু বাংলাদেশে পণ্য খালাসের অনুমতি না পাওয়ায় এ জাহাজটি ভারতে পণ্য খালাস করার চেষ্টা করে। সেখানেও ব্যর্থ হয়ে চীনের দিকে রওনা হয় রূপপুরের পণ্য বহনকারী জাহাজটি।

'উরসা মেজর' নামের রাশিয়ার পতাকাবাহী জাহাজেটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে গত ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তার আগেই ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়, ওই জাহাজটি 'উরসা মেজর' নয়। এটি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা 'স্পার্টা ৩ এ' জাহাজ। রঙ ও নাম বদল করে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা জাহাজটি রূপপুরের পণ্য নিয়ে বাংলাদেশে আসছে। জাহাজটির আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) সনদ নম্বর ৯৫৩৮৮৯২, যা 'স্পার্টা ৩'-এর সনদ নম্বর। বিষয়টি নিশ্চিত হয়ে জাহাজটিকে মোংলা বন্দরে ভিড়তে নিষেধ করে দেয় বাংলাদেশ।

এসব ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করছে মস্কো। এই গোটা ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলেও মনে করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

তিনি বলেন, নিষেধাজ্ঞার পক্ষে টানতে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ দেশগুলোর জনগণ ও রাজনীতিবিদদের ‘হুমকি ও ব্ল্যাকমেইল’ করার আশ্রয় নিয়ে থাকে।

তিনি আরও বলেন, আমাদের অংশীদাররা সবসময় এই ব্ল্যাকমেইল প্রতিহত করতে পারছেন না। তার সুনির্দিষ্ট উদাহরণ হচ্ছে, ২০২২ সালের ডিসেম্বরে রাশিয়ার জাহাজ ‘উরসা মেজর’ বাংলাদেশে ভিড়তে না দেওয়া।

মারিয়া জাখারোভা বলেন, আমেরিকানদের শর্তের প্রেক্ষাপটে সেখানকার (বাংলাদেশ) কর্তৃপক্ষ মোংলা সমুদ্রবন্দরে জাহাজটি ঢোকার বিষয়ে পূর্ববর্তী অনুমতি বাতিল করেছিল। এই ঘটনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতির একটি চালানের সরবরাহ এক মাসের বেশি সময় পিছিয়ে দিয়েছে, যা বাংলাদেশের স্বার্থ পরিপন্থী হয়েছে।

তৃতীয় ও নিরপেক্ষ দেশগুলোকে নিষেধাজ্ঞায় শরিক হতে বাধ্য করার মতো কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, রাশিয়াবিরোধী নিষেধাজ্ঞায় শরিক হতে তৃতীয় দেশকে বাধ্য করার মতো যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা সম্পূর্ণরূপে আইন-বহির্ভূত এবং এটা অবশ্যই বন্ধ করতে হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com