
নারী ইউপি সদস্যকে জুতাপেটা
ঈশ্বরগঞ্জের সেই চেয়ারম্যানের বিচার চেয়ে বিক্ষোভ
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ২৩:১৪ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ২৩:১৪
ময়মনসিংহ প্রতিনিধি

বিক্ষুব্ধরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করেন - সমকাল
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিচার চেয়ে সোমবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষুব্ধরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কও অবরোধ করে রাখেন। পরে অন্তত ৩০ মিনিট পর ইউএনওর আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষুব্ধরা।
অপরদিকে সোমবার সকালে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আনোয়ারুল হাসান খান সেলিম আদালতে হাজির হলে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
সোমবার দুপুর ১২টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন নির্যাতিত নারী ইউপি সদস্য রোকসানা আক্তারের সমর্থকরা। কয়েকটি ব্যানার নিয়ে তাঁরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। নারী সদস্যকে লাঞ্ছিত, মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও শ্লীলতাহানির প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা।
কর্মসূচিতে নির্যাতিত নারী ইউপি সদস্য ছাড়াও ভুক্তভোগী অনেক পরিবারের মানুষ অংশ নেন। সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও সমর্থন দেন। কর্মসূচি চলার সময় চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমের লোকজনকেও সেখানে উপস্থিত থেকে ভিডিও ধারণ ও ছবি তুলতে দেখা গেছে।
নারী ইউপি সদস্য রোকসানা আক্তারের বৃদ্ধ বাবা আজিম উদ্দিন মীর পাশা বলেন, তাঁর মেয়েকে বিনা অপরাধে নির্যাতন চালানো হয়েছে। তাঁরা এর কঠোর বিচার চান। জামিনে এসে চেয়ারম্যান ফের কিছু করতে চাইলে তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
চরআলগী মোড়ল বাড়ির নিজাম উদ্দিন জানান, ১৬০ শতক জমি নিয়ে তাঁদের জটিলতা বহু বছর ধরে। এবার চেয়ারম্যান হওয়ার সাত দিনের মধ্যেই তাঁদের জমিতে লাঙল নামিয়ে দেন চেয়ারম্যান। তাঁদের জমি দখল করে উল্টো তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছেন।
কর্মসূচিতে নারী ইউপি সদস্য রোকসানা আক্তার ছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুজ্জামান আকন্দ রানা, সাবেক যুবলীগ নেতা সাইদুল গণি ভূঁইয়া রুমন প্রমুখ বক্তব্য দেন। কর্মসূচি শেষে চেয়ারম্যান বিচার চেয়ে ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন নারী ইউপি সদস্য।
গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যার পর উচাখিলা ইউনিয়ন পরিষদে সদস্যদের নিয়ে সরকারি একটি প্রকল্পের টাকা ভাগবাটোয়ারা নিয়ে বৈঠকে নারী সদস্যকে মারধর করেন চেয়ারম্যান।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, মামলা হওয়ার পর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে দ্রুত আদালতে প্রতিবেদন দেওয়া হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com