
নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ০১:০৩ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ০১:০৩
সমকাল প্রতিবেদক

ফাইল ছবি
দুই যুগ আগে খুন হওয়া চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার বিচারকাজ আগামী ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ সোমবার এই আদেশ দেন। এছাড়াও বিচারকাজ শেষ না হাওয়া পর্যন্ত মামলার আসামি আশিষ রায় চৌধুরীর জামিনও স্থগিত রাখা হয়েছে।
আদেশের পরে রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মুজীবুর রহমান সম্রাট সাংবাদিকদের বলেন, ‘সোহেল চৌধুরী হত্যা মামলায় কারাগারে থাকা আসামি আশিষ রায় চৌধুরী হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। পরে রাষ্ট্রপক্ষ আপিল করলে চেম্বার আদালত তা স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছিল। যার ধারাবাহিকতায় আপিল বিভাগ হত্যা মামলাটি ৬ মাসের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন। এই সময় পর্যন্ত আশীষ চৌধুরীর জামিনও স্থগিত থাকবে।’
১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রামস ক্লাবের নিচে গুলি করে হত্যা করা হয় সোহেল চৌধুরীকে। এ ঘটনায় তার বড় ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। ১৯৯৯ সালের ৩০ জুলাই ডিবি পুলিশ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এরপর হাইকোর্টের নির্দেশে প্রায় এক যুগ মামলার কার্যক্রম স্থগিত থাকে। পরে ২০১৫ সালের ৫ আগষ্ট মামলার কার্যক্রমে থাকা স্থগিতাদেশ হাইকোর্ট থেকে প্রত্যাহার করা হলেও অজ্ঞাত কারণে সেই আদেশ বিচারিক আদালতে পৌছায়নি। বিষয়টি নিয়ে গত বছর গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে হাইকোর্ট থেকে নথি পৌঁছায় ঢাকার বিচারিক আদালতে। এরই মধ্যে মামলা অন্যতম আশিষ রায় চৌধুরীকেও গ্রেফতার করে পুলিশ। বর্তমানে ঢাকার আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com