পটুয়াখালী

প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ফারহানা ইয়াসমিন ছন্দা

পটুয়াখালী সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অতিথি ও অংশগ্রহণকারীদের একাংশ

বিডিবিও-সমকাল জীববিজ্ঞান উৎসব ২০২৩-এর বরিশাল অঞ্চলের এনজাইমদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সুহৃদ, এনজাইমসহ ৫১ জন অংশ নেন। ২১ জানুয়ারি দিনব্যাপী কর্মশালার প্রশিক্ষক ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোর্শেদুল ইসলাম। নেতৃত্ব বিকাশ, জীববিজ্ঞান সম্পর্কে আগ্রহ বাড়িয়ে তোলার কৌশল এবং উৎসব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয় অংশগ্রহণকারীদের।

শুরুতে স্বাগত বক্তব্য দেন উৎসবের বরিশাল আঞ্চলিক কমিটির সদস্য সচিব মুফতী সালাহউদ্দিন। বক্তব্য দেন- উৎসবের বরিশাল আঞ্চলিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. জাফর আহমেদ, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মালেক, অধ্যাপক মো. মেজবাহউদ্দিন সাগর। উপস্থিত ছিলেন- উৎসব আঞ্চলিক কমিটির সদস্য সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, ডালিয়া সুলতানা, প্রভাষক মো. জহিরুল ইসলাম, সরকারি কলেজের সহকারী অধ্যাপক সেলিনা আক্তার, শিক্ষক উত্তম কুমার সোমাদ্দার, রেশমা আক্তার, জেলা সুহৃদ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, উপদেষ্টা গাজী হানিফ, সৈয়দ আব্দুল ওয়াদুদ, জ্যোৎস্না কর্মকার, বাবুল চন্দ্র হাওলাদার ও সোনিয়া কর্মকার, সহসভাপতি পলাশ চন্দ্র হাওলাদার, সাইয়ারা আফিয়া ঝুমুর, আরিফ হোসাইন দিদার, সুহৃদ রুবিনা রুবি, ঐশী রায়, সংগীতা রানী, মাকসুদুর রহমান মাসুম প্রমুখ।

সুহৃদ পটুয়াখালী

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com