ছোট ছোট ঢেউ

তবুও ভালো থেকো

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

এইচএম উজ্জ্বল

অপেক্ষায় কেটেছে অনেক প্রহর। কত পথ চলেছি দু'জনে একসঙ্গে, কত জানা-অজানার পথে হেঁটেছি হাতে হাত রেখে। আজ সব স্মৃতি। এখনও খুঁজে ফিরি পথের নিয়ন আলোয়। কখনও স্মৃতির পাহাড় চূড়ায়, কখনও নিস্তব্ধ রাতের মধুর ক্যান্টিনে। একসঙ্গে পথচলা, ঝরাপাতার গান কিংবা পূর্ণিমার আলোর ঝলকানি স্পর্শ আজ তোমার নিষ্ম্ফল অভিমানের কাছে সবকিছু ধূলিসাৎ। তাই আজ তুমি অন্যের!

স্মৃতিগুলো আজ হারিয়ে গেছে রহস্যঘেরা গভীর অরণ্যে। কিন্তু আজও আমার হৃদয় বুঝ মানে না। এখনও নদীর কাছে যাই, হলদে শর্ষে ফুলের কাছে যাই, বকুল তলায় বকুল কুড়াই, শিশিরের কাছে মুক্তা কুড়ানো অথবা কবিতার জানালায় ডুবে যাই। সময় বড্ড বেখেয়ালি। তুমি আজও আমার কাছে জীবন্ত। আমি মৃত কঙ্কাল। এখন আমার ছায়া ওর ছায়ার ওপর পড়ে না। রাতের টিনের চালের শিশিরের শব্দ শুনে না, ভোরে শিউলি ফুলের ঘ্রাণ শুঁকে না, আমার অপেক্ষায় জানালার ফাঁকে উঁকি দেয় না। জানি সুখের রাজ্যে আজ তুমি হাবুডুবু খাচ্ছ। ধনীর সংসারে স্বপ্নিল সুখে ব্যস্ত। দামি এসি গাড়িতে গোটা শহরময় অলিগলি ঘুরে বেড়াও, আর মন চাইলেই ছুটে যাও দার্জিলিং, সিকিম, হিমালয়কন্যা এভারেস্ট দেখতে অথবা লাভ ইন সিঙ্গাপুরে।

তুমি কি সত্যিই ভালো আছ! নাকি অভিমানে ভালোবাসার অভিনয় করছ? তুমি কি ভুলে গেছ শুভ্র মেঘের কথা, নির্ঘুম রাতে সেই রবীন্দ্রসংগীতের (আমার পরাণ যাহা চায়...) কথা, চারুকলার বকুল তলার কথা, চন্দ্রিমা উদ্যান, রাতের হাতির ঝিলের কথা। ভুলে যাওয়াই স্বাভাবিক।

স্মৃতিগুলো এত তাড়াতাড়ি মুছে ফেলা যায়? তোমার কচি মন কি তাই বলে?

ভবঘুরে জীবনে আজও সুখ নির্মাণ করতে পারলাম না। বুকের গভীরে কোটি কষ্টের দহন জমিয়ে রেখেছি। এখনও আমার হৃদয়ের জলোচ্ছ্বাসে তোমার দৌড়ঝাঁপ দেখি। এখনও তোমার আনন্দে আমার হৃদয় থেকে উপচে পড়ে শব্দহীন বৃষ্টির ফোঁটা। জানি এই আর্তনাদ তোমার কানে কখনও পৌঁছবে না। পৌঁছলেও প্রশ্নহীন উত্তর হয়ে ফিরে আসবে বারবার। তখন আমার হৃদয় বলে উঠবে, কচি সব ছাপিয়ে তুমি ভালো থেকো চিরদিন।

সুহৃদ গাজীপুর

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com