
৭০ কোটি রুপির বাংলোতে উঠছেন সিদ্ধার্থ-কিয়ারা?
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ১৩:২৮ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ১৪:৪২
অনলাইন ডেস্ক

আজই বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানি। এর আগে শনিবার রাজস্থানের জয়সলমীরে পৌঁছে গিয়েছিলেন হবু বর আর কনে। তাদের বিয়ে উপলক্ষে মরু শহরের অন্যতম বিলাসবহুল সূর্যগড় প্রাসাদ আলোয় আলোয় সেজে উঠেছে। তারকা এই জুটির বিয়ের সব অনুষ্ঠান সেখানেই হচ্ছে। ইতিমধ্যে শেষ হয়েছে তাদের মেহেদী, হলুদ, সংগীতের অনুষ্ঠান।
অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার জন্ম দিল্লিতে। সেখানেই বেড়ে ওঠা। অভিনয় জগতে পা রাখার পর থেকে মুম্বাইতে থাকেন তিনি। আপাতত পালি হিলসের এক বাড়িতে থাকছেন তিনি। সেই বাড়ি থেকে দেখতে পাওয়া যায় আরব সাগর। বিলাসবহুল ওই ফ্ল্যাটটির ইন্টিরিয়র করেছিলেন গৌরি খান। শোনা যাচ্ছে, আপাতত স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটেই উঠবেন সিদ্ধার্থ। তবে এটা হতে চলেছে তাদের অস্থায়ী বাস। স্থায়ীভাবে থাকতে জুহুতে একটি বাংলো পছন্দ করেছেন এই জুটি। মিড ডে-র প্রতিবেদন বলছে, ৩,৫০০ বর্গফুট জুড়ে বিস্তৃত ওই বাংলোটির মূল্য ৭০ কোটি রুপি। ওই বাংলোটিও সাগরমুখী। তবে যতদিন না তাদের স্বপ্নের বাংলো প্রস্তুত হচ্ছে ততদিন নববদম্পতি সিদ্ধার্থের আগের বাড়িতেই থাকবেন।
কয়েক বছরের প্রেমের পর অবশেষে সাত পাকে বাঁধা পড়ছেন বলিউডের অন্যতম চর্চিত যুগল। ব্যক্তিগত পরিসরে ১০০-১২৫ জন অতিথির উপস্থিতিতে চারহাত এক হতে চলেছে দুই তারকার। তাদের অতিথি তালিকায় রয়েছেন করন জোহর, সস্ত্রীক শহীদ কাপুর, কিয়ারার ছোটবেলার বান্ধবী ঈশা অম্বানী। বিয়ের পরে আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে রিসেপশন পার্টির আয়োজন করেছেন তারকা যুগল।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com