
অপি-সোহেলদের ছবির ট্রেলার উন্মুক্ত হল কলকাতা বইমেলায়
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ১৪:২৬ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ১৪:৩৩
বিনোদন প্রতিবেদক

আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পাচ্ছে ঢাকার অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী অভিনীত 'মায়ার জঞ্জাল' চলচ্চিত্র। বাংলাদেশ- ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির ইংরেজি নাম 'ডেব্রি অব ডিজায়ার'। মুক্তি উপলক্ষে ছবিটির ট্রেলার প্রকাশ হয়েছে ৬ ফেব্রুয়ারি।
প্রযোজক জসীম আহমেদ জানান, সোমবার (৬ ফেব্রুয়ারি) কলকাতা বইমেলার এসবিআই অডিটোরিয়ামে ট্রেলারটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়েছে। এসময় তিনি ছাড়াও উপস্থিত ছিলেন নির্মাতা ও কলকাতা অংশের শিল্পীরা।
প্রায় তিন মিনিট দৈর্ঘ্যের এই ট্রেলারে উঠে এসেছে সিনেমার প্রায় প্রতিটি চরিত্রের টানাপোড়নের চিত্র। যেখানে উঠে এসেছে ভারত-বাংলাদেশের গল্পও। ট্রেলার থেকেই আঁচ করা যায় ‘ফড়িং’ আর ‘ভালোবাসার শহর’ ছবির মুগ্ধতা আবারও ফিরিয়ে দেবেন নির্মাতা ইন্দ্রনীলরায় চৌধুরী।
ইউটিউবে পরিচালকের চ্যানেলে অবমুক্ত হয়েছে ট্রেলারটি। সিনেমাটির মাধ্যমে অনেক বছর পর বড় পর্দায় দেখা যাবে অপি করিমকে।
প্রযোজক বলেন, 'আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে একইসঙ্গে ছবিটি মুক্তি দিচ্ছি আমরা। কলকাতার নন্দন সহ মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সে ছবিটি প্রদর্শিত হবে। একই ভাবে বাংলাদেশেও সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে দেখানোর পরিকল্পনা আমাদের। কলকাতা বইমেলায় আমরা ট্রেলার উন্মোচন করেছি এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে থাকছে।
কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে মায়ার জঞ্জাল-এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। ছবিটি ইতোমধ্যে বেশ কিছু প্রথম সারির আন্তর্জাতিক উৎসবে সমাদৃত হয়েছে। জিতে নিয়েছে পুরস্কার ও প্রশংসা।
২০২০ সালে চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিশিয়াল সিলেকশনে আলোচিত মায়ার জঞ্জাল-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ইউরোপিয়ান প্রিমিয়ার হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে।
একই বছর ইন্দোনেশিয়ার জাকার্তায় জোগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৫তম আসরে এশিয়ান পারসপেকটিভ বিভাগে আমন্ত্রণ পায় ছবিটি। এ ছাড়া ইতালির রোমে এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যালের ২১তম আসরের প্রতিযোগিতা বিভাগ এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমায় আমন্ত্রিত হয়ে বেস্ট ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড জেতে 'মায়ার জঞ্জাল'। কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মাস্টারপিস ক্যটাগরিতে এর প্রদর্শন হয়।
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ব্যাচেলর মুক্তির ১৫ বছর পর মায়ার জঞ্জাল-এর মাধ্যমে বড় পর্দার জন্য কাজ করেন অপি করিম। ছবিটিতে তার চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। সে বিবাহিত। স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। তবে স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়ের বাসায় চাকরি করেন সোমা।
তার স্বামী চাঁদু চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী। গণেশ বাবু চরিত্রে ব্রাত্য বসু, বিউটির ভূমিকায় চান্দ্রেয়ী ঘোষ এবং সত্য চরিত্রে আছেন সোহেল রানা। ছবিটির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়।
জসিম আহমেদের প্রযোজনার পাশাপাশি কলকাতার ফ্লিপবুকও আছে সহ প্রযোজক হিসেবে। জসিম আহমেদ তিনটি স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করে দেশ-বিদেশে খ্যাতি পেয়েছেন। এগুলো হলো ‘দাগ’, ‘অ্যা পেয়ার অফ স্যান্ডেল’ ও ‘চকোলেট’।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com