প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ-প্রেসসচিব হলেন নুর এলাহী মিনা

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ১৫:১২ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ১৫:১২

সমকাল প্রতিবেদক

নূর এলাহি মিনা

প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ-প্রেসসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য ক্যাডারের কর্মকর্তা নূর এলাহি মিনা। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখা-১ এর উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ‘তাকে বদলিপূর্বক স্ববেতনে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হলো।’

এর আগে তিনি বাংলাদেশ বেতারে উপপরিচালক হিসেবে কাজ করছিলেন। তিনি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০০৫ সালে ২৪তম বিসিএসের মাধ্যমে নুর এলাহী মিনা কর্মজীবন শুরু হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com