কিশোরগঞ্জে ২৪ শিবির কর্মী কারাগারে

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ১৭:১৩ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ১৭:১৩

কিশোরগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

কিশোরগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

কিশোরগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে, ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় গত সোমবার নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়। এ ছাড়া হামলা চালিয়ে ৭ পুলিশ সদস্যকে আহত করা হয় বলে অভিযোগ করেন ওসি মোহাম্মদ দাউদ। 

কারাগারে পাঠানো শিবির কর্মীরা হলেন, করিমগঞ্জ উপজেলার বালিয়া গ্রামের মো. আতাউল্লাহ (২৩), পিটুয়া গ্রামের আরিফুল ইসলাম (২৮), সদর উপজেলার চৌদ্দশত ভাটাইল গ্রামের মো. শফিউল্লাহ (২১), সুলতানপুর গ্রামের ছোটন (১৬), পাকুন্দিয়া উপজেলার ঘাগড়া গ্রামের এমদাদুল (২২), বাজিতপুরের সরারচর এলাকার বশির উদ্দিন (২৩), ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাছপাড়া গ্রামের আহসান হাবিব (২১) প্রমুখ। 

পুলিশ জানায়, গত সোমবার শিবির কর্মীরা শহরের নতুন কারাগার মোড় থেকে হোসেনপুরের দিকে যাওয়ার পথে নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। খবর পেয়ে প্যারাভাঙ্গা এলাকায় পুলিশ গেলে শিবিরি কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায় ও পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় সদর থানার এসআই কামাল হোসেন, এসআই রফিকুল ইসলাম, এসআই রুকনুজ্জামান ও এসআই কায়সার হামিদসহ ৭ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এ সময় ২৪ নেতাকর্মীকে আটক করা হয়।  

এ ঘটনায় পরে এসআই কামাল হোসেন বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা করেন।  

  


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com