সুজনের মতে, হাথুরু সামনে কথা বলা ভালো মানুষ

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ১৮:০৫ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ১৮:০৬

ক্রীড়া প্রতিবেদক

ছবি: ফাইল

দ্বিতীয় মেয়াদে চন্দিকা হাথুরুসিংহে বাংলাদেশ জাতীয় দলের কোচ হয়েছেন। তার অধীনে এর আগে দলের ড্রেসিংরুম খুব ‘ক্লিন ছিল’। তাকে ‘কড়া হেডমাস্টার’ বলা হলেও অতোটা কড়া তিনি নন। বরং সামনে কথা বলা মানুষ। বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন দায়িত্ব পাওয়া হাথুরুসিংহেকে নিয়ে এমন মন্তব্য করেছেন।

সংবাদ মাধ্যমকে মঙ্গলবার সুজন বলেছেন, ‘যখন হাথুরু ছিল ড্রেসিং রুম খুব ক্লিন ছিল। মিডিয়াতে তাকে কড়া হেডমাস্টার বলা হয়। আমার মনে হয়, যেরকম করে আমরা বলি, তিনি সেরকম কড়া নন। তিনি পিছনে কথা না বলে সামনে বলেন, এটাই তো ভালো মানুষের লক্ষণ। আমি মনে করি, হাথুরু ভালো মানুষ।’ 

সুজন জানান, পিছনে কথা না বলে, গসিপ না করে একটা খেলোয়াড়কে সামনে থেকে কী চাই এটা বলা ভালো জিনিস। এটা ‘কড়া হেডমাস্টার’ হলে হাথুরু কড়া। নিজের অভিজ্ঞার কথা উল্লেখ করে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ সুজন বলেন, ‘আমি অনেক কোচের সঙ্গে কাজ করেছি, যারা দল নিয়ে সামনে একরকম ও পিছে অন্যরকম কথা বলেন। হাথুরু ওমন নন। তার এই গুণ আমার ভালো লাগে।’ 

প্রথম মেয়াদে হাথুরু ড্রেসিংরুমে সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি জুনিয়রদের সম্মান দিয়েছেন। তাকে ইতিবাচকভাবে নিলে বাংলাদেশ তার অধীনে ভালো করবে বলে বিশ্বাস সুজনের, ‘সাকিব, তামিমরা বড় খেলোয়াড়, সিনিয়র খেলোয়াড়, সেই হিসেবে ওরা ড্রেসিংরুমে সম্মান পেয়েছে। দলের তরুণ খেলোয়াড়দেরও ড্রেসিংরুমে সম্মান পাওয়া উচিত। যেটা হাথুরু সব সময় সবাইকে দিয়েছেন। হাথুরু তখন নিজেও তরুণ ছিলেন। আমরাও জিততে পারছিলাম না, সেজন্য অনেক কিছুতে পরিবর্তন আনতে হয়েছিল তার। এখন পরিস্থিতি অন্যরকম। তিনি এখন অনেক পরিণত। আমার মনে হয়, সব কিছু ঠিক থাকলে তার অধীনে আমরা খারাপ করবো না।’ 

এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন হাথুরুসিংহে। লঙ্কান এই কোচের সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১ মার্চে থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-২০ সিরিজে দায়িত্ব পালন করবেন তিনি। ফেব্রুয়ারিতেই বুঝে নেবেন দলের দায়িত্ব।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com