
মুন্সীগঞ্জে আ. লীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ১৯:০১ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ১৯:০১
মুন্সীগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের সময় একপক্ষ। ছবি: সমকাল
মুন্সীগঞ্জে মোল্লাকান্দিতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি, ঢালীকান্দি, নোয়াদ্দা ও লক্ষ্মীদিবি গ্রামে এ সংঘর্ষ হয়।
গুলিবিদ্ধ ফারুক হোসেনকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আহত পরান মোল্লা (১২) ও সুমন মোল্লাকে ঢাকার চক্ষু হাসপাতালে পাঠিয়েছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা। এছাড়া আহত রাসেল, পারভেজ, শরীফ, নীরব ও সোহেলসহ বাকিরা স্থানীয়ভাবে ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নেন।
গ্রামের বাসিন্দারা জানান, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিরোধ ও আধিপত্য নিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমানে ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারী এবং আওয়ামী লীগ নেত্রী ও সাবেক ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনার সমর্থকদের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে মঙ্গলবার দুপুরে সংঘর্ষ বাধে।
এ বিষয়ে মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা জানান, সকালে ঢালীকান্দি গ্রামে তার এক সমর্থককে মারধর করেন ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়াীর সমর্থকরা। এ ঘটনার জেরে দুপুরে ওই গ্রামে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনার জন্য বর্তমানে ইউপি চেয়ারম্যানের সমর্থকদের দায়ী।
মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারী সংঘর্ষের জন্য সাবেক ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনার সমর্থকদের দোষী করে বলেন, বেশ কিছুদিন ধরে এলাকার পরিস্থিতি শান্ত ছিল। কিন্তু মোল্লাকান্দিকে অশান্ত করতে নানা অপতৎপরতা চালাচ্ছেন সাবেক ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনা ও তাঁর সমর্থকরা। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢালীকান্দি গ্রামে আমার এক সমর্থককে মারধর করেন কল্পনার সমর্থকরা। এর প্রতিবাদ করতে গিয়ে এ সংঘর্ষ বাধে।
এ ব্যাপারে সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা চলে যায়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com