পুলিশের অভিযানে ১৯ জুয়াড়ি ধরা

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ১৯:২৭ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ১৯:২৭

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

ছবি: সমকাল

পাবনার সাঁথিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেলার সময় ১৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের পাবনা আদালতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, তাস দিয়ে জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে উপজেলার গৌরীগ্রাম পূর্বপাড়া মহল্লার ফারুকের বাঁশ ঝাড় থেকে নিজাম উদ্দিন, আমির হক, সুমন খা, সবুর বিশ্বাস, আরিফুল ইসলাম, রিপন, হাসান, সাতানিরচর গ্রামের একরাম হোসেন, কামালসহ ৯ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে।

অপরদিকে ওইদিন রাত সোয়া ১১টার দিকে উপজেলার বায়া গ্রামের ছোন্দহ বিলের মধ্যে অভিযান চালিয়ে আব্দুল হাই এর পুকুরের পাড়ে তাস দিয়ে জুয়া খেলার সময় আটিয়াপাড়া গ্রামের মেহেদী হাসান, সবুর, বায়া গ্রামের আলমগীর, শাহজাহান, আলাউদ্দিন, সোলাইমান, মিন্টু, মঙ্গল গ্রামের ঝড়ু খাঁ, আব্দুস ছালাম ও আলহাজ ফকির নামের ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, তাস দিয়ে জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ১৯ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের পাবনা আদালতে পাঠানো হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com