পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ২০:১২ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ২০:১২

লক্ষীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

লক্ষীপুরে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সিরাজ ও নুরনবী নামে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতার গোফটা সড়ক এরাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজ পিকআপ ভ্যানের হেলপার ও নুরনবী ইটভাটার শ্রমিক ও একই উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা বাসিন্দা।

স্থানীয়রা জানান, পিকআপ ভ্যানটি ইটবোঝাই করে দ্রুতবেগে লক্ষীপুরের দিকে যাওয়ার পথে লক্ষীপুর থেকে দ্রুতগতিতে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়, এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় আর দুইজন গুরু আহত হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকে মৃত ঘোষণা করেন।

লক্ষীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলে উদ্দিন জানান, ইটভর্তি পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের হেলপার সিরাজ ও ইটভাটার শ্রমিক নুরনবীসহ দুই জন নিহত হন। ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com