
রাসেল-নারিনদের ছোট লক্ষ্য দিল বরিশাল
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ২০:২৯ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ২০:২৯
স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল
বিপিএলের গ্রুপ পর্বের শেষ ধাপে এসে মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট যেন ‘কৃপণতা’ শুরু করেছে। নিচু, ধীর বলে বদনাম থাকলেও এবারের বিপিএলে মিরপুরে ভালো রান হচ্ছিল। বড় বড় তারকা ক্রিকেটার থাকায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ম্যাচে রানের খেলা দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা।
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের যোগ দেওয়ার ম্যাচে সাকিব, ইফতেখারদের ফরচুন বরিশাল পাঁচ বল থাকতে ১২১ রানে অলআউট হয়েছে। আগের ম্যাচে ঢাকার বিপক্ষে চট্টগ্রাম ১১৮ রানে আটকে গিয়েছিল। জবাব দিতে নেমে ঢাকা ১৫ রানে হেরে গেছে।
মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে কুমিল্লা টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। বরিশালের ওপেনার এনামুল হক (৩) ও ফজলে রাব্বি (৮) ব্যর্থ হয়ে ফিরে যান। চারে নামা সাকিব আল হাসান (৬) ও পাঁচে নামা ইফতেখার আহমেদও (৪) রান পাননি।
তবে তিনে নামা মাহমুদুল্লাহ ভালো খেলছিলেন। তিনিও ইনিংস বেশি দূর এগিয়ে নিতে পারেননি। তিনে নেমে ডানহাতি এই ব্যাটার ২৬ বলে ৩৬ করে ফিরে যান। তিনটি চার ও একটি ছক্কা তোলেন তিনি। ছয়ে নামা মেহেদি মিরাজ ১৭ রান করেন। সাতে নামা করিম জানাত ২৬ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৪ রান করলে একশ’ ছাড়ানো সংগ্রহ পায় সাকিবের দল।
বল হাতে সুনিল নারিন এবং আন্দ্রে রাসেল ভালো করেছেন। তবে দুর্দান্ত বোলিং করেছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। নারিন ৪ ওভারে ১৯ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। রাসেল ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন এক উইকেট। আর মুগ্ধ ৩.১ ওভারে ২৩ রান দিয়ে তুলে নেন পাঁচ উইকেট।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com