
রাবি শিক্ষার্থী ইভার মৃত্যু
‘আত্মহত্যায় প্ররোচনাকারীদের’ শাস্তি দাবি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ২০:৪৩ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ২০:৪৩
রাবি প্রতিনিধি

ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমা আরাবী ইভার 'আত্মহত্যায় প্ররোচনাকারীদের' শাস্তি দাবিতে মানববন্ধন করেছেন সহপাঠী ও বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করা হয়। তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে অংশ নেয় বাংলাদেশ মহিলা পরিষদের রাবি শাখা।
কর্মসূচিতে ইভার মা তাসলীমা রশীদের পক্ষে লিখিত বক্তব্যে বিভাগের শিক্ষার্থী আসিম নাবিল বলেন, গত ১৪ জানুয়ারি ভেটেরিনারি চিকিৎসক নাজমুল হাসান শাওনের সঙ্গে ইভার বিয়ে হয়। পরে মো. পলাশ নামে একজন ইভার আগের কিছু ছবি ও ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ১৫ জানুয়ারি পলাশ ও তার সহযোগীরা রাস্তা থেকে ইভাকে তুলে নিয়ে জোর করে বিয়ে করে। এর পর ১৯ জানুয়ারি বিকেলে অতিরিক্ত ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে ইভা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরদিন চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিরাপত্তাহীনতা এবং সম্মানহানির ভয়ে এত দিন আইনি ব্যবস্থা নেননি বলেও জানান ইভার মা।
কর্মসূচিতে রাবির মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া বলেন, সাইমা আরাবীর ওপর এতটা মানসিক চাপ তৈরি করা হয়েছিল যে, সে জীবনকে মূল্যহীন মনে করেছিল। এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সে জন্য প্ররোচনাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
চিকিৎসা মনোবিজ্ঞানের শিক্ষার্থী রাইসুল ইসলাম মাহবুব বলেন, কী পরিমাণ চাপ সৃষ্টি করলে একজন মনোবিজ্ঞানের শিক্ষার্থীও আত্মহত্যার পথ বেছে নেয়, সেটি অনেক বড় প্রশ্ন। এটি কি আসলেই হত্যা নাকি আত্মহত্যা? আমাদের সেটি খুঁজে বের করতে হবে।
চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
সাইমা আরাবী ইভা রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি রাজশাহীর কর্ণহার থানার দেবেরপাড়া গ্রামে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com