
পরীক্ষামূলকভাবে চালু হলো নাগরিক ভূমিসেবা কেন্দ্র
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ২০:৫৪ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ২০:৫৮
সমকাল প্রতিবেদক

ফাইল ছবি
রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে ভূমি ভবনে পরীক্ষামূলকভাবে নাগরিক ভূমিসেবা কেন্দ্র (কাস্টমার সার্ভিস সেন্টার) চালু করা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয় থেকে এই সেবাকেন্দ্র চালু করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে ৯ জন প্রতিনিধির মাধ্যমে এই সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রয়োজনে অভিজ্ঞ ভূমি বিশেষজ্ঞরা পরামর্শ দেবেন।
মন্ত্রণালয়ের হেল্পলাইন ১৬১২২-এ কল করে নাগরিকরা ভূমিসেবা গ্রহণ করছেন। তাঁরা চাইলে সশরীরে ভূমিসেবা কেন্দ্রে সরাসরি হাজির হয়ে ভূমিসম্পর্কিত আইনি পরামর্শ নিতে পারবেন। বিভিন্ন ধরনের ভূমিসেবার মধ্যে ই-নামজারি, ভূমি উন্নয়ন করসহ অন্যান্য বিষয়ে পরামর্শ পাওয়া যাবে।
হেল্পলাইন ১৬১২২ (বিদেশ থেকে +৮৮০ ৯৬১২৩ ১৬১২২) নম্বরে কল করে কিংবা ভূমি মন্ত্রণালয়ের সার্ভিস পেজ ভূমিসেবা Land Service ফেসবুক পেজে (www.facebook.com/land.gov.bd) কমেন্ট কিংবা মেসেজ পাঠিয়ে যে কোনো ধরনের ভূমিসেবা পাওয়া যাবে। অভিযোগও জানানো যাবে।
এসব সেবার পাশাপাশি এবার পরীক্ষামূলকভাবে নাগরিক ভূমিসেবা কেন্দ্র চালু করা হলো। অনলাইনে সেবা নেওয়ার পরিবর্তে যাঁরা সশরীরে হাজির হয়ে সেবা নিতে চান, তাঁদের জন্য এই কেন্দ্র।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com