আপত্তি ওঠা ৩ বইয়ের বিষয়ে আদর্শ প্রকাশনীকে যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ২১:১১ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ২১:৫৩

সমকাল প্রতিবেদক

আদর্শ প্রকাশনীর যে তিনটি বই নিয়ে বাংলা একাডেমি আপত্তি তুলেছে, সেই তিনটি বই হাইকোর্টে দাখিলের জন্য বাংলা একডেমিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বই মেলায় স্টল বরাদ্দ দেওয়া হলে ওই তিনটি বই স্টলে রাখা হবে না-এমন মুচলেকা দিতে আদর্শ প্রকাশনীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। বুধবার আদর্শ প্রকাশনী এফিডেভিট আকারে মুচলেকা হাইকোর্টের দাখিল করার পর এ বিষয়ে পরবর্তী আদেশ দেওয়ার কথা রয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। অন্যদিকে আদর্শ প্রকাশনীর করা রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। শুনানিতে অনীক আর হক আদালতে বলেন, যে বইয়ের বিষয়ে বাংলা একাডেমি আপত্তি জানিয়েছে স্টলে সে বই রাখা হবে না। তবুও আদর্শ প্রকাশনীকে বইমেলায় স্টল বরাদ্দ দেওয়া হোক। তখন হাইকোর্ট প্রশ্ন রাখেন, যে তিনটি বই নিয়ে বাংলা একাডেমি আপত্তি জানিয়েছে ওই বইগুলো বাদ রেখে আদর্শ প্রকাশনীকে বই মেলায় স্টল বরাদ্দ দিলে সমস্যা কোথায়? আমরা মনে করি সমস্যা থাকার কথা নয়। এ সময় সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দেওয়ার বিষয়ে আপত্তি জানান।

গত ২ ফেব্রুয়ারি আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। আদর্শ প্রকাশনীর স্বত্ত্বধিকারী মো. মাহবুবুর রহমান রিটটি দায়ের করেন। রিটে বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতিসহ চারজনকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়, কেবল তিনটি বইয়ের জন্য কাগজে-কলমে মেলাতে পুরো প্রকাশনীর অংশগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলা একাডেমি আইন-২০১৩ অনুযায়ী তাদের এমন সিদ্ধান্তের কোনো বৈধতা নেই। একইসঙ্গে প্রতিবছর একাডেমি থেকে যে নীতিমালা করা হয়, তারও ব্যত্যয় ঘটিয়ে সিদ্ধান্ত দিয়েছে বাংলা একাডেমি। তাদের এমন সিদ্ধান্ত সংবিধানের বাক স্বাধীনতা বিরোধী।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে বইমেলায় অংশ নিচ্ছে আদর্শ প্রকাশনী। তবে এবার তিনটি বই নিয়ে এই প্রকাশনীর সঙ্গে বাংলা একাডেমি কর্তৃপক্ষের মতবিরোধ দেখা দিয়েছে, যার ফলে প্রকাশনীটিকে এবার বই মেলায় স্টল বরাদ্দ দেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, যে তিনটি বই নিয়ে বাংলা একাডেমী প্রশ্ন তুলেছে তাতে সরকারবিরোধী ভাষ্য রয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com