রাজধানীতে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ২১:৪০ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২৩ । ২১:৪০

সমকাল প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরের বাসা থেকে শরিফুল ইসলাম (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনার পর শিশুটির পায়ুপথে অস্বাভাবিকতা দেখতে পায় পুলিশ। তদন্ত সংশ্নিষ্টদের ধারণা, যৌন নিপীড়নের শিকার হয়ে কাউকে কিছু বলতে না পেরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তাফিজুর রহমান সমকালকে বলেন, মৃতদেহের সুরতহালের সময় পায়ুপথে অস্বাভাবিকতা লক্ষ্য করে পুলিশ। এটা বিভিন্ন কারণে হতে পারে। ময়নাতদন্ত সংশ্নিষ্ট চিকিৎসকদের কাছে এর কারণ জানতে চাওয়া হয়েছে। আপাতত এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা নেওয়া হয়েছে।

পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, পূর্ব রসুলপুর এলাকার ভাড়া বাসায় শরিফুলের পরিবারের সদস্যরা থাকেন। সে স্থানীয় একটি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ালেখা করত এবং সেখানেই থাকত। গত শুক্রবার হাফেজি পড়া শেষ করে সে পাগড়ি পায়। ওই দিনই সে ছুটিতে বাসায় আসে। ছুটি শেষে সোমবার তার মাদ্রাসায় ফেরার কথা ছিল। তবে সে মা-বাবাকে অনুরোধ করে আরও একটি দিন বাসায় থাকতে চায়। তাঁরা সন্তানের আবদারে সায় দেন। সেদিন রাতে দাদার হাত-পা ধুইয়ে দেয় শিশুটি। পরে সে ঘরে ঢুকে ছিটকিনি লাগিয়ে দেয়। দীর্ঘ সময়েও ঘর থেকে বের না হলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। রাত ১১টার দিকে তাঁরা অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে দরজার নিচ দিয়ে একটি মোবাইল ফোন ঢুকিয়ে ঘরের ভেতরের দৃশ্য ভিডিও করেন তাঁরা। এরপর ফোনটি বের করে এনে সেই ভিডিওতে শিশুটিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন।

মৃতের ভাই শাহীন হাসান জানান, খবর পেয়ে পুলিশ এসে শরিফুলের নিথর দেহ উদ্ধার করে। রাত পৌনে ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিন ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। তাদের বাবা মাছ ব্যবসা করেন।

শিশুটির সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা যায় যে, শিশুটি এর আগে পায়ুপথে যৌন নিপীড়নের শিকার হয়েছে। কাউকে কিছু বলতে না পেরে অভিমান করে সে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com