
ছাত্র অধিকার ঢাবি শাখার সভাপতি আসিফ, সম্পাদক আহনাফ
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ০০:৪৬ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ০০:৪৬
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ছবি: সমকাল
গণঅধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক হয়েছেন আহনাফ সাঈদ খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নুসরাত তাবাসসুম। তারা এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার ঢাবি শাখার বার্ষিক সম্মেলনে ভোট গ্রহণ শেষে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির কথা জানানো হয়। নতুন কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ছাত্র অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেন, তারা ঐতিহাসিক বটতলায় বার্ষিক সম্মেলন করতে চাইলে তাদেরকে ছাত্রলীগ বাধা দেয়। এরপর কলা ভবন ফোয়ারা, রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অবস্থান নিলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উস্কানিমূলক স্লোগান ও মোটরসাইকেলের হর্ন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারপর তারা উপাচার্যের বাসভবনের সামনে ভোট কার্যক্রম পরিচালনা করেন।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। এ ছাড়া বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বক্তব্য দেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com