
সার্বভৌমত্বের জন্য হুমকি হলে জবাব দেওয়া হবে: চীনকে বাইডেন
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ০৯:৩৮ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ১০:৪৭
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট চীনের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। তবে বেইজিং যদি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করে তাহলে নিজেদের রক্ষার জন্য তার জবাব দেওয়া হবে।
মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়নে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। বাইডেন তার ভাষণের বড় অংশজুড়ে যুক্তরাষ্ট্রের আকাশে চায়না গোয়েন্দা বেলুন এবং তা নিয়ে রিপাবলিকানদের পক্ষ থেকে তার প্রশাসনের কঠোর সমালোচনার জবাব দেন।
যুক্তরাষ্টসহ সারাবিশ্বের স্বার্থেই চীনের সঙ্গে তার সরকার কাজ করতে চায় উল্লেখ করে বাইডেন বলেন, আমি চীনের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। অ্যামেরিকার স্বার্থ ও পুরো বিশ্বের সুবিধার জন্যই আমি এগিয়ে যেতে চাই। কিন্তু চীন যদি আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে আমরা আমাদের দেশকে রক্ষা করবো। যা যা করার দরকার করবো- এতে কোনো সন্দেহ নাই। এ বিষয়টি আমি গত সপ্তাহেও পরিষ্কার করেছি।
গত জানুয়ারিতে হাউস অব রিপ্রেজেন্টেটিভ এর নিয়ন্ত্রণ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর কংগ্রেসের যৌথ অধিবেশনে এটিই জো বাইডেনের প্রথম ভাষণ।
প্রেসিডেন্ট তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে অবিচ্ছিন্ন এবং দেশের অর্থনীতিকে আবারও চাঙ্গা করে তোলার ব্যাপারে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেন।
চীন প্রসঙ্গ ছাড়াও বাইডেন দেশের অভ্যন্তরীণ নানা ইস্যু যেমন- বন্দুক সহিংসতা, পুলিশ সংস্কার, হেলথকেয়ার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। একই সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার হুমকি নিয়েও কথা বলেন।
সবশেষে দেশবাসীকে শোনার আশার বাণী। বাইডেন বলেন, আমাদের অবশ্যই একে-অপরকে হিংসার দৃষ্টিতে দেখা যাবে না। আমরা অ্যামেরিকান। একে-অপরের সহকর্মী। আমরা সবাই এক। অ্যামেরিকা একটি জাতি যারা সারা বিশ্বে আইডিয়া তৈরি করে। সারা বিশ্বের বাতিঘর, নতুন যুগ ও সম্ভাবনার।
সুতরাই আমি স্টেট অব দ্য ইউনিয়নে এসেছি আমার রিপোর্ট উপস্থাপন করতে যা আমার সাংবিধানিক দায়িত্ব।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com