বাংলাদেশের সঙ্গে এ বছরই মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় চীন

পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ০৯:৫৯ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ০৯:৫৯

সমকাল প্রতিবেদক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার বিষয়ে অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করছে চীন। এ বছরের মধ্যেই এ চুক্তি চায় দেশটি। গতকাল মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী এমএ মান্ননের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, শিল্প উন্নয়ন, প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে চীনা অগ্রগতি থেকে অনেক কিছু শেখার আছে বাংলাদেশের। অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করছে চীন। এ দেশে ব্যবসা ও বিনিয়োগ আরও বাড়াতে চায় তারা। বৈঠকে রাষ্ট্রদূত এসব বিষয়ে আলোচনা করেছেন।

রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে চীন বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল। এটি একটি জটিল সমস্যা, যা ছয় বছর বছর ধরে ঝুলে আছে। এর সঙ্গে বাংলাদেশ, মিয়ানমারসহ অনেক পক্ষ জড়িত। চীন সব পক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে। নিরাপদ ও শান্তিপূূর্ণ উপায়ে রোহিঙ্গারা যাতে নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারে, সে ব্যাপারে ঘনিষ্ঠভাবে কাজ করছে চীন। রোহিঙ্গাদের জন্য চীনের সহায়তা কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গে চীনের রাষ্ট্রদূত বলেন, বৈশ্বিক অতিমারি করোনার প্রভাব থাকার পরও গত অর্থবছর মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশের ওপরে থাকা রীতিমতো বিস্ময়কর। এ ক্ষেত্রে এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে আছে বাংলাদেশ। যুদ্ধের কারণে জটিল বৈশ্বিক পরিস্থিতি থাকলেও এ বছরও বাংলাদেশ ভালো করবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত, স্মার্ট দেশ ও সোনার বাংলা গড়ার লক্ষ্য অর্জনে পাশে থাকবে চীন। বাংলাদেশের অবকাঠমো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে সহযোগিতা রয়েছে চীনের। এ সহযোগিতা আরও বাড়াতে চান তাঁরা। বাংলাদেশের চাহিদার ভিত্তিতে সহায়তা দেওয়া হবে। নবায়নযোগ্য জ্বালানি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মতো খাতে চীনের বিশেষ আগ্রহ রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে দুই দেশের বাণিজ্য একতরফা চীনের অনুকূলে। বাংলাদেশ বছরে প্রায় এক বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে চীনে। চীন থেকে আমদানি করে প্রায় ২৫ বিলিয়ন ডলারের পণ্য। তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য উৎপাদনে কাঁচামাল ও যন্ত্রপাতি চীন থেকেই বেশি আমদানি করা হয়। এ কারণে বাণিজ্য ঘাটতি এত বেশি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com