
সিএমএ অস্ট্রেলিয়া বিষয়ে আইসিএমএবির উদ্বেগ
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ১০:৩৯ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ১০:৩৯
সমকাল প্রতিবেদক

বাংলাদেশে সিএমএ অস্ট্রেলিয়া নামের একটি প্রতিষ্ঠানের কার্যক্রমকে অবৈধ আখ্যায়িত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলকে (এফআরসি) অনুরোধ জানিয়েছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।
গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির সভাপতি মো. আবদুর রহমান খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এফআরসির চেয়ারম্যান ড. হামিদ উল্লাহ ভূঁইয়ার সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করে। এ সময় উদ্বেগের বিষয়টি তুলে ধরে তারা।
আইএমএবিএর এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট ২০১৫ এবং সিএমএ অ্যাক্ট ২০১৮ অনুযায়ী আইসিএমএবি ও আইসিএবি ছাড়া কোনো পেশাদার অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করতে পারে না। তা সত্ত্বেও সিএমএ অস্ট্রেলিয়া নামে একটি প্রতিষ্ঠান এ-সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করছে।
আইসিএমবি আরও জানায়, আইসিএমএবি ও এফআরসি বাংলাদেশে জনস্বার্থ সংস্থাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। দেশের বৃহত্তর স্বার্থে কস্ট অডিটের যথাযথ বাস্তবায়ন ও সম্প্রসারণ এবং বিভিন্ন ধরনের ইনসেনটিভ অডিটে সিএমএ ফার্মের অন্তর্ভুক্তির জন্য এফআরসির সহযোগিতা চেয়েছে আইসিএমএবির প্রতিনিধি দল।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com