
চেহারা দেখে ব্যক্তিত্ব চিনুন
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ১২:০০ | প্রিন্ট সংস্করণ
আল আমীন

একেকজন একেক ধরনের হয়ে থাকে। মানুষ চেনা দায়- এটি মিথ্যে নয়। মনোবিজ্ঞানীদের মতে, চেহারা, মুখের অভিব্যক্তি দেখে কিছুটা হলেও মানুষ চেনা যায়। লিখেছেন আল আমীন
মানুষ অন্তর্যামী নয়- এটি যেমন সত্য; মুখ, চেহারা বা ব্যক্তিত্ব দেখে কিছুটা হলেও মানুষ চেনা যায়- এটিও সত্য। কিন্তু প্রশ্ন হলো, আপনি কোনটা দেখবেন- চেহারা নাকি ব্যক্তিত্ব? অবশ্যই ব্যক্তিত্ব। কারণ, চেহারার চেয়ে অনেক ক্ষেত্রে এটিই বেশি দামি। এখন যদি বলা হয়, ব্যক্তিত্ব চিনতে বা জানতে চেহারাই দেখা দরকার, বিশ্বাস করবেন? চেহারা দেখে ব্যক্তিত্ব জানা যাবে। হ্যাঁ, বিশেষজ্ঞরা তেমনটিই বলছেন। চেহারা তথা মুখের আকার দেখে ব্যক্তিত্ব বোঝা যায়।
মনোবিজ্ঞান বলছে, মাইন্ড রিড করে বা মুখের অভিব্যক্তি দেখে তাঁর সম্পর্কে কিছুটা হলেও ধারণা করা যায়। কাউকে দেখে তাঁর সম্পর্কে যদি কিছুটা হলেও ধারণা নিয়ে ফেলা যায়, তাহলে তাঁর সঙ্গে সময় কাটানো কিছুটা হলেও সহজ হবে বৈকি।
সায়েন্স ডেইলিতে প্রকাশিত একটি গবেষণার ফলাফলে বলা হয়েছে, মুখের আকার নির্ধারণে জিনের ভূমিকা রয়েছে। জিনগত কারণে একেকজনের ব্যক্তিত্ব একেক রকম হতে পারে। তাই মুখের আকার দেখেই কার ব্যক্তিত্ব কেমন, সেটি কিছুটা হলেও বোঝা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, মানুষের মুখ বিভিন্ন আকৃতির হতে পারে। যেমন- আয়তাকার বা রেক্ট্যাঙ্গল, হৃদয় আকৃতির বা হার্ট শেপড, গোলাকার বা রাউন্ড শেপড, ডায়মন্ড বা হীরা আকৃতির এবং ওভাল বা ডিম্বাকৃতির।
হীরা আকৃতির :কবি-সাহিত্যিকরা অনেক সময় কারও মুখের বর্ণনা দিতে গিয়ে 'হীরার মতো মুখ' বলে উল্লেখ করেন। অনেকে তাঁর প্রিয়জনকে 'চাঁদের টুকরা, হীরার টুকরা, চাঁদমুখ, হীরার মতো সুন্দর'সহ বিভিন্ন উপমার জোয়ারেও ভাসিয়ে থাকেন। বাস্তবতা হলো, কারও কারও মুখের আদল বা আকার আসলেই ডায়মন্ড বা হীরা আকৃতির হয়ে থাকে। এই আকারের মুখের মানুষ বাস্তবভিত্তিক এবং নিয়ন্ত্রিত জীবনযাপন পছন্দ করেন। তাঁদের কথা বলার নিজস্ব ধরন রয়েছে। পারস্পরিক সম্পর্ক রক্ষায় পটু। যোগাযোগ দক্ষতা ভালো। সাহসী। নিজের খেয়ালের বাইরে যাওয়া পছন্দ করেন না।
ডিম্বাকৃতির মুখ :শুনতে হাস্যকর মনে হলেও, কারও কারও মুখের আকৃতি বা শেপ ডিমের মতো হতে পারে। এ ধরনের আকৃতির মুখের ওপর থেকে নিচের অর্ধেক লম্বা হয় এবং সাধারণত প্রশস্ত কপাল ও সরু চোয়াল থাকে। বিশেষজ্ঞরা বলছেন, এই আকৃতির মুখের মানুষ বহির্মুখী ও বন্ধুত্বপূর্ণ স্বভাবের হয়ে থাকেন। যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নিতে পারেন। মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন।
হৃদয় আকৃতির :এ ধরনের মুখের আকৃতির মানুষের কপাল প্রশস্ত এবং চিবুক কিছুটা ইংরেজি ভি অক্ষরের মতো হয়। হার্ট শেপ মুখের লোকেরা সৃজনশীল ও স্নেহশীল হয়ে থাকেন। তাঁরা অবিশ্বাস্য রকম মানসিক শক্তির অধিকারী। এ ছাড়া জেদি প্রকৃতিরও হয়ে থাকেন। যে কোনো লক্ষ্যে পৌঁছাতে বা স্বপ্নপূরণে দৃঢ় প্রতিজ্ঞ হন। টার্গেট পূরণে সব সময় সর্বশক্তি দিয়ে লড়ে যান। নিজের খেয়াল ও চিন্তাকেই বেশি প্রাধান্য দেন। প্রয়োজনে স্বার্থপর হতেও পিছপা হন না।
গোলাকার :চওড়া চুলের রেখা, ভরাট গাল ও মুখমণ্ডল খুব একটা লম্বা নয়- এগুলোই গোলাকার মুখের বৈশিষ্ট্য। যদি এটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়, তবে এর অর্থ সম্ভবত আপনি দয়ালু ও উদার প্রকৃতির লোক। আর যদি এমন কোনো বিষয় হয়, যেটি নিজের জন্য ভালো হবে বলে করছেন, সে ক্ষেত্রে তো কথাই নেই। আরও বেশি উদার হয়ে যান।
আয়তাকার :আপনার মুখের আকৃতি আয়তাকার কিনা জানতে আয়নায় ভালো করে নিজেকে দেখে নিন। যদি আপনার মুখ কপাল ও চিবুকের দিকে বর্গাকার হয়, তবে বুঝে নিতে পারেন আপনার মুখ আয়তাকার। এই ধরনের মুখের ব্যক্তিরা সাধারণত বাস্তববাদী ও গোছালো হন। অগোছালো কোনো কিছু মেনে নিতে পারেন না। তাঁরা যুক্তিকে গুরুত্ব দেন। কিন্তু কখনও কখনও বেশি চিন্তামগ্ন হয়ে পড়েন। কোনো কিছু করার আগে বিষয়টি নিয়ে প্রচুর ভাবেন। হুটহাট সিদ্ধান্ত নিতে পছন্দ করেন না।
এককথায় বলা যায়, এ ধরনের মানুষ ওভার থিঙ্ক করেন। যে কোনো বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন হন। এটিই তাঁদের স্বভাব।
সূত্র :কসমোপলিটান ডট ইন, ক্যাফেমম ডটকম
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com