আইইবির নির্বাচন কাল

বিএনপি নেই মাঠে, সুষ্ঠু নির্বাচন চায় আওয়ামীপন্থী ২ প্যানেল

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ১১:০৬ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ১১:০৬

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ২০২৩-২০২৪ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল ৯ ফেব্রুয়ারি। এবারের নির্বাচনে বিএনপিপন্থী কোনো প্যানেল নেই। তবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নামে আওয়ামীপন্থী দুই দল তাদের পৃথক প্যানেল ঘোষণা করেছে। উভয় দলই অনিয়মহীন সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছে।

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ব্যানারে ‘ড. নজরুল–মামুন’ প্যানেল এবং ‘সবুর-মঞ্জু’ প্যানেল রয়েছে। নির্বাচনে বিজয়ীরা দুই বছর আইইবির বিভিন্ন দায়িত্ব পালন করবেন।

ড. নজরুল-মামুন প্যানেলে সভাপতি পদে প্রকৌশলী এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মো. মামুনুর রশীদ, সহ সভাপতি পদে প্রকৌশলী নজরুল ইসলাম মানিক, মো. শাহাদাত হোসেন, আব্দুর রাজ্জাক, আবদুস সামাদ কবির, সহ সাধারণ সম্পাদক পদে মো. মাহবুবুর রহমান ও ইঞ্জিনিয়ার রেশমা আক্তার প্রার্থী হয়েছেন।

এ ছাড়া আইইবি ঢাকা সেন্টারে চেয়ারম্যান পদে প্রকৌশলী পদে আমিনুর রশিদ মাসুদ, ভাইস চেয়ারম্যান পদে প্রকৌশলী রেশমা আক্তার, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনে চেয়ারম্যান পদে মো. দেলোয়ার হোসেন এবং প্রকৌশলী মো. আখতারুজ্জামান হাসান সম্পাদক পদে, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনে চেয়ারম্যান পদে শেখর ভট্টাচার্য প্রার্থী হয়েছেন।

অন্যদিকে 'সবুর-মঞ্জু' প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে প্রকৌশলী মো. আবদুস সবুর, সাধারণ সম্পাদক পদে এস এম মঞ্জুরুল হক মঞ্জু, সহ সভাপতি পদে প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলু, মঞ্জুর মোর্শেদ, প্রকৌশলী কাজী খাইরুল বাশার, প্রকৌশলী মো. নুরুজ্জামান, সহকারী সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মো. রনক আহসান, প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী, প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন ও প্রকৌশলী মো. আবুল কালাম হাজারীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

আইইবি ঢাকা সেন্টারে চেয়ারম্যান পদে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, ভাইস-চেয়ারম্যান পদে প্রকৌশলী শেখ মাসুম কামাল ও প্রকৌশলী মো. হালিম আহমেদ মুরাদ, সম্পাদক পদে মো. নজরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনে চেয়ারম্যান পদে সৌমিত্র কুমার মিশ্র, ভাইস চেয়ারম্যান পদে প্রকৌশলী সতীনাথ বসাক, সম্পাদক পদে সাইদ শিহাবুর রহমান ভোট করবেন।

মো. মামুনুর রশীদ বলেন, আইইবির নির্বাচন সুষ্ঠু হোক এবং এতে কোনো অনিয়ম না হোক। আমরা এটাই চাই।

এস এম মঞ্জুরুল হক মঞ্জু সুষ্ঠু ভোটের দাবি জানিয়ে বলেন, তারা শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচন চান। প্রকৌশলীদের ভোট কামনা করেন।

উল্লেখ্য, আগামীকাল ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আইইবির সদর দপ্তর, ঢাকা কেন্দ্রসহ সারাদেশের ১৮টি কেন্দ্র, ৩৩টি উপকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com