আইইবি নির্বাচন বৃহস্পতিবার

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ১৩:১৭ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ১৩:১৭

সমকাল প্রতিবেদক

আইইবি নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী’ প্রকৌশলীদের অংশগ্রহণের মাধ্যমে জমে উঠেছে এ নির্বাচন। 

এবারে গঠিত হয়েছে সরকারদলীয় দুটি প্যানেল। একটি হলো- প্রকৌ. ড. নজরুল-মামুন এবং অপরটি প্রকৌ. আ. সবুর-মঞ্জু প্যানেল। দুটি প্যানেলই প্রত্যয় ব্যক্ত করেছে আইইবির টেকসই উন্নয়ন ও পরিবর্তনের। 

১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় আইইবি। দেশের মেধাবী সন্তানদের প্রতিষ্ঠান এটি। আইইবির লক্ষ্য উন্নত জগত গঠন ও প্রকৌশলীদের চাকরিসহ সার্বিক সমস্যা সমাধান করা। 

তবে ভোটারদের মাঝে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে আছে উৎকণ্ঠা। প্রশ্ন রয়েছে বিগত নির্বাচনের অনিয়মের বিষয়ে। তাই অনেকেই মনে করেন, এবারের এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়া জরুরি। সংবাদ বিজ্ঞপ্তি। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com