এসিসি থেকে বিসিবির সমান বরাদ্দ পাবে আফগানিস্তান

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ১৩:২৪ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ১৩:২৪

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

শর্ত মেনে নারী ক্রিকেট চালু না রাখায় আগামী মার্চে আইসিসির সভায় কী হয় কে জানে, তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা থেকে দারুণ খবর পেয়েছে আফগানিস্তান।

এত দিন আইসিসির পূর্ণাঙ্গ সদস্য হওয়ার পরও এশিয়া কাপের রাজস্বের ভাগে মাত্র ৬ শতাংশ পেত আফগানিস্তান। বাংলাদেশসহ অংশগ্রহণকারী বাকিরা আফগানদের থেকে অনেক বেশি অর্থ পেত। 

এবার বাহরাইনে অনুষ্ঠিত হওয়া এসিসির সভায় সিদ্ধান্ত হয়েছে, বাকি চার দেশের (বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা) মতো আফগানিস্তানও এশিয়া কাপে ১৫ শতাংশ রাজস্ব পাবে। বাকি রাজস্ব বণ্টন করা হবে এসিসির সহযোগী সদস্য দেশগুলোর ক্রিকেট উন্নয়নে।

বাহরাইনের সভায় উপস্থিত থাকা আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া প্রতিক্রিয়ায় নিজের উচ্ছ্বাস লুকাতে পারেননি, ‘আমাদের জন্য দারুণ একটি অগ্রগতি। এই অর্থ আমাদের ক্রিকেট উন্নয়নের কাজে ব্যবহার হবে।’

আফগানিস্তানে তালেবান শাসন জারি হওয়ার পর সেখানে বিদেশি অর্থ পাঠানোর জটিলতা বেড়ে যায়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় কেবল নির্দিষ্ট কিছু এনজিওর মাধ্যমেই সেখানে অর্থ পাঠানো যেত। যে কারণে আইসিসির অনুদান পাঠাতে সমস্যা হয়েছিল গত বছর। 

অক্টোবর ও নভেম্বরে অর্থ সংকট থাকায় আফগান বোর্ডের স্টাফদের মাত্র ৩০ শতাংশ বেতন দেওয়া হয়। আমিরাতে থাকা আফগান ক্রিকেটারদের বেতনও আটকে যায়। আর্থিক এই সংকটের মুখেই এসিসির বরাদ্দ বাড়ায় স্বস্তির নিঃশ্বাস আফগান ক্রিকেটে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com