
যৌথভাবে ২০৩০ বিশ্বকাপের প্রস্তাবনা জমা দিল আর্জেন্টিনাসহ চার দেশ
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ১৪:৩৪ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ১৪:৩৪
স্পোর্টস ডেস্ক

২০৩০ বিশ্বকাপ আয়োজনের বিড ধরেছে লাতিনের চার দল। ছবি: বিবিসি
ফিফা বিশ্বকাপের শতবর্ষী আসর বসবে ২০৩০ সালে। ওই আসর আয়োজন করতে চায় লাতিন আমেরিকার চার দল। সেজন্য আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়ে যৌথভাবে প্রস্তাবনা জমা দিয়েছে।
শতবর্ষী আসর লাতিনে ফেরা উচিত উল্লেখ করে তারা জানিয়েছেন, যেখানে ফুটবলের জন্ম এটি সেখানে ফেরা উচিত। সাউথ আমেরিকান ফুটবল ফেডারেশনের (কনমেবল) প্রধান আলেজান্দ্রো ডমিংগুয়েজ বলেছেন, ‘২০৩০ বিশ্বকাপের আসর অন্য আসরগুলোর মতো নয়। বিশ্বকাপের ১০০ বছর উদযাপন আমাদের প্রাপ্য।’
১৯৩০ সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। সেবার আয়োজন ছিল উরুগুয়ে। চ্যাম্পিয়নও হয়েছিল উরুগুয়ে। কনমেবল জানিয়েছে, তারা আশ্বস্ত যে, ফিফা শতবর্ষী আসরটি লাতিনকে দেবে। কারণ পূর্বসূরী ও তাদের স্মৃতিকে স্মরণ করে বিশ্বকাপের ঐতিহ্য বাড়াতে চাইবে ফিফা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া জানিয়েছেন, শুধু বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষ্যে নয় লাতিন অঞ্চল যে ফুটবল আবেগ নিয়ে বাঁচে তার জন্য তারা টুর্নামেন্ট পাওয়ার বিড ধরেছেন। আসরটি আয়োজন করে লাতিন ফুটবল ফেডারেশনের স্বপ্ন বলেও উল্লেখ করেছেন তিনি।
২০৩০ বিশ্বকাপ পাওয়ার জন্য ইউরোপ অঞ্চল থেকেও যৌথভাবে বিড ধরার কথা জানা গেছে। স্পেন, পর্তুগাল আসরটি আয়োজন করতে চায়। তৃতীয় কোন প্রতিবেশি শকেও সঙ্গে নিতে পারে তারা। এছাড়া বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে এসেছে যে, সৌদি আরব ২০৩০ বিশ্বকাপ আয়োজনে আগ্রহী।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com