জিপিএ-৫ নিয়ে শীর্ষে ঢাকা বোর্ড

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ১৪:৫৩ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ১৫:২০

সমকাল প্রতিবেদক

ফলাফল প্রকাশের পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস- ফোকাস বাংলা

২০২২ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ জিপিএ ফাইভ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

ফলাফলে দেখা যায়, জিপিএ-৫ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে মোট পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন। জিপিএ-৫ এর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর বোর্ড।  এখানে জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৭০৫ জন। পাসের হার ৭৩ দশমিক ৯ শতাংশ।

এ ছাড়া বরিশাল বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন। চট্রগ্রাম বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৮৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭৯ জন; দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ০৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন; ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৩০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১৭৯ জন; সিলেট বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪ শতাংশ, জিপিএ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন; কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন; টেকনিক্যাল: পাসের হার ৯১ হার ০২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১০৫ জন; মাদরাসা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন।

করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় গত ৬ নভেম্বর সারাদেশে স্বাভাবিক পরিবেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ তিন হাজার ৪০৭ জন।

এ বছর দুই হাজার ৬৪৯টি কেন্দ্র এবং ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা এবং ২২ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com