তুরস্ক-সিরিয়ায় সাহায্যের হাত বাড়াতে মিসরের আল-আজহারের আহ্বান

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ২০:২১ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ২০:২১

অনলাইন ডেস্ক

মিসরের ঐতিহ্যবাহী আল-আজহার মসজিদ। ফাইল ছবি

সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে হতাহতদের সাহায্য করতে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মিসরের প্রাচীন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-আজহার। খবর: আলজাজিরা’র।

আল-আজহারের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ আল-তায়েব এক টুইটে বলেন, ‘সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে হতাহতদের চিত্র দেখে আমাদের হৃদয় বেদনায় ভরে যাচ্ছে।’

শেখ আহমেদ আল-তায়েব বলেন, ‘গোটা বিশ্বকে আমি বলব, আক্রান্তদের সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করুন। ধ্বংসস্তুপে আটকেপড়াদের উদ্ধারকাজে ঝাপিয়ে পড়ুন।’

তুরস্ক ও উত্তর সিরিয়ায় গত সোমবার ভোরের ভয়াবহ ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত ১১ হাজার ২০০ জনের বেশি মৃত্যুর তথ্য জানা গেছে। কয়েক হাজার শিশু মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। তুরস্কে মৃত্যু আট হাজার ৫৭৪ জন এবং সিরিয়ায় দুই হাজার ৬৬২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com