
মানসিক ভারসাম্যহীন তরুণী খুনের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ২১:২৯ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ২১:২৯
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

গ্রেপ্তার হযরত আলী - সমকাল
কুড়িগ্রামের রৌমারীতে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে খুনের মামলার প্রধান আসামি হযরত আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার রাতে র্যাবের একটি দল রৌমারী উপজেলার পূর্ব ইজলামারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হযরত আলী রৌমারী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ইজলামারী গ্রামের বাসিন্দা। নিহত তরুণীর বাড়ি রৌমারী পৌর এলাকায়।
জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে মায়ের কাছ থেকে নিজের ব্যবহৃত মোবাইল ফোন চেয়ে নেন মানসিক ভারসাম্যহীন ওই তরুণী। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে ৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে বন্দবেড় ইউনিয়নের বাঘমারা এলাকার একটি গমক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করেন তরুণীর বাবা।
র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে খুনের মামলার ছায়া তদন্ত শুরু করে র্যাব। পরে অভিযান চালিয়ে প্রধান আসামি হযরত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে নিহত তরুণীর ব্যবহৃত সিমসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। হযরত আলী খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি বলেন, হযরত আলীকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com