
আইন ব্যবসা আর চকবাজারের ব্যবসা কি এক: হাইকোর্ট
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ২২:৩২ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ২২:৩৩
সমকাল প্রতিবেদক

আইন ব্যবসা আর চকবাজারের ব্যবসা কি এক- এমন প্রশ্ন করেছেন হাইকোর্ট। নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারকের সঙ্গে আইনজীবীদের অপ্রীতিকর ঘটনার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট তিন আইনজীবী হাজির হওয়ার পর তাদের উদ্দেশ্য আজ বুধবার হাইকোর্ট এই প্রশ্ন রাখেন। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হয়।
নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ 'বিশৃঙ্খলা সৃষ্টি, আইন-আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও বিচারকের সঙ্গে দুর্ব্যবহারের' অভিযোগে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করেন। পাশাপাশি ওই ঘটনায় তিন আইনজীবীকে তাদের নিজ নিজ ভূমিকার ব্যাখ্যা দিতে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। আদেশ অনুসারে নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি মমতাজুল হক, সহসভাপতি মো. আজহারুল ইসলাম ও আইনজীবী ফেরদৌস আলম আজ হাইকোর্টে হাজির হন।
আদালতে তিন আইনজীবীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আবদুন নূর দুলাল, জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
শুনানির এক পর্যায়ে আদালত বলেন, 'নিঃশর্ত ক্ষমা চেয়েছেন?' তখন 'হ্যাঁ' সূচক জবাব দেন তিনজনের আইনজীবীরা। এক পর্যায়ে আদালত বলেন, 'আইন ব্যবসা আর চকবাজারের ব্যবসা কি এক?' তখন মোমতাজ উদ্দিন ফকির বলেন, 'না না, এটা ব্যবসা না।' আদালত বলেন, 'বার কাউন্সিলের মিটিংয়ে (২৮ জানুয়ারি) কী হলো?'
জবাবে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ বলেন, প্রথমে তারা বার নেতাদের বক্তব্য শুনেছেন। তারা তাদের বিভিন্ন বিষয়ে বলেছেন। তারপর ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান কথা বলেছেন। তারা বলেছেন, কোনো সমস্যা হলে বার কাউন্সিলের একটি কমিটি আছে, সেখানে জানাতে। স্বাধীন বিচার বিভাগের প্রধান হিসেবে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর কাছে যেতে পারেন। আইনজীবী সমিতি থেকে যেন রেজল্যুশন না নেওয়া হয়। এর তাৎক্ষণিক ফল হয়েছে কুষ্টিয়া আইনজীবী সমিতিতে। সেখানে একই ধরনের সমস্যা হয়েছিল, যার সমাধান হয়েছে। রায়ের মাধ্যমে উভয় পক্ষের (বিচারক ও আইনজীবী) জন্য একটি গাইডলাইন এলে ভালো হবে।
চারটি ঘটনার প্রসঙ্গ টেনে সাঈদ আহমেদ বলেন, 'আগে এ রকম দেখিনি। আগে কিছু হলে হাইকোর্ট পর্যন্ত আসত না। ঘটনা হলে সমিতির জ্যেষ্ঠ সদস্যরা দুই মিনিটের মধ্যে হাতজোড় করে ফেলত, তখন সব ঠান্ডা।'
লিখিত ক্ষমা প্রার্থনার পর হাইকোর্ট ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন। ওইদিনও নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ তিন আইনজীবীকে হাজির হতে হবে।
নথিপত্র থেকে জানা যায়, গত বছরের ২৮ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় হাজতি আসামির জামিন নামঞ্জুর ও অপর আসামিদের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করেন নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১-এর বিচারক মো. গোলাম সারোয়ার। এই আদেশ ঘোষণার সঙ্গে সঙ্গে মামলায় নিয়োজিত তিন আইনজীবীসহ তাদের সহযোগী আইনজীবীরা মারমুখী ও আক্রমণাত্মক ভঙ্গিতে এজলাসের টেবিল চাপড়ান। বিকট শব্দে বিচারকের প্রতি বিভিন্ন উক্তি করেন। হামলা করার প্রয়াস চালান। এসব কথা উল্লেখ করে বিচারক মো. গোলাম সারোয়ার গত ২৯ নভেম্বর সুপ্রিম কোর্টে চিঠি পাঠান। পরে প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী ওই চিঠির আলোকে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি হাইকোর্টে পাঠানো হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com