তুরস্ক-সিরিয়া ভূমিকম্প: শার্লি অ্যাব্দোর কার্টুন নিয়ে ক্ষোভ

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ২২:৩৩ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২৩ । ২২:৩৭

অনলাইন ডেস্ক

ফরাসি ম্যাগাজিন শার্লি অ্যাব্দো’র কার্টুন

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প নিয়ে ফরাসি ম্যাগাজিন শার্লি অ্যাব্দো’র ব্যাঙ্গাত্মক কার্টুন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। সোমবার ভোরে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। কার্টুনটিতে এ ভূমিকম্পকে হালকাভাবে নেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অভিযোগ তুলেছেন।

শার্লি অ্যাব্দোর পিয়েরিক জুইনের আঁকা কার্টুনে দেখা যাচ্ছে ধ্বংসস্তুপের নিচে এক বাক্যে লেখা- ‘ট্যাংক পাঠানোর কোনো প্রয়োজন নেই।’

সামাজিকমাধ্যমে অনেকে তুরস্ক ও সিরিয়ার লাখ লাখ মানুষের জীবনে ঘটে যাওয়া ট্রাজেডিকে নিয়ে ব্যাঙ্গ করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন। কার্টুনটিকে ‘বিরক্তিকর’ বলে মন্তব্য করেন অনেকে।  

যুক্তরাষ্ট্রের ইয়াকিন ইনস্টিটিউট ফর ইসলামিক রিসার্চের প্রেসিডেন্ট ড. ওমর সুলেইমান টুইটে বলেন, ‘কতটা ঘৃণ্য প্রকাশনা, হাজার হাজার মুসলমানের মৃত্যু নিয়ে রম্য করা। ফ্রান্স বরাবরই মুসলমানদের ব্যাপারে এমন অমানবিক উপায়ে তথ্যউপাত্ত দিয়ে আসছে।’ সূত্র: আলজাজিরা

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com