
ছড়া-কবিতা
আঁকা ছবি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মালেক মাহমুদ

গুণী সে শিল্পী নাসিম
এঁকেছে জলের কাছিম
এঁকেছে হাতির ছবি
হাসি দেয় ভোরের রবি
ছবিটি দেখছে নাতি
দেখবে সে বনের হাতি
বনে সে কেমনে যাবে
একা রোজ বসেই ভাবে
হাতিদের আছে বাড়ি?
ওরা কি চালায় গাড়ি?
ভাবে সে নিজের মতো
ভাবনাতেই স্বপ্ন কতো
স্বপ্ন কি মুড়ির মোয়া
পেয়ে যায় হাতির ছোঁয়া
হাতি ঠিক বনেই আছে
শুনে তাও আমার কাছে।
নাসিমের আঁকা টিয়ে
দূরে যায় উড়াল দিয়ে
নাতি কি ধরতে পারে?
পাখিরাও উড়তে পারে
উড়ে যায় হাতির কাছে
হাতি যায় নাতির কাছে
নাসিমের আঁকা ছবি
মনে হয় ভোরের রবি।
এঁকেছে জলের কাছিম
এঁকেছে হাতির ছবি
হাসি দেয় ভোরের রবি
ছবিটি দেখছে নাতি
দেখবে সে বনের হাতি
বনে সে কেমনে যাবে
একা রোজ বসেই ভাবে
হাতিদের আছে বাড়ি?
ওরা কি চালায় গাড়ি?
ভাবে সে নিজের মতো
ভাবনাতেই স্বপ্ন কতো
স্বপ্ন কি মুড়ির মোয়া
পেয়ে যায় হাতির ছোঁয়া
হাতি ঠিক বনেই আছে
শুনে তাও আমার কাছে।
নাসিমের আঁকা টিয়ে
দূরে যায় উড়াল দিয়ে
নাতি কি ধরতে পারে?
পাখিরাও উড়তে পারে
উড়ে যায় হাতির কাছে
হাতি যায় নাতির কাছে
নাসিমের আঁকা ছবি
মনে হয় ভোরের রবি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com