
রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২৩ । ১৩:১০ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২৩ । ১৩:১২
জয়পুরহাট প্রতিনিধি

ছবি- সমকাল
আজ শুক্রবার বেলা ১২টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হাজিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারী কালাই উপজেলার হাজিপাড়া গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে। আহত মোটরসাইকেল চালক জেলার আক্কেলপুর উপজেলার ভান্ডারিপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে শান্ত (২০)।
স্থানীয়দের বরাত দিয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, নিহত বৃদ্ধ জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হাজিপাড়া মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় জয়পুরহাট থেকে বগুড়ার দিকে যাওয়া মোটরসাইকেলটি ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যায়। এ সময় মোটরসাইকেল চালক শান্ত ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এদিকে আহত শান্তকে পথচারীরা উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com