সাকিব-প্রিটোরিয়াসের ঝড়ে বরিশালের লড়াকু পুঁজি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২৩ । ২০:৫৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২৩ । ২১:১১

স্পোর্টস ডেস্ক

বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে ফরচুন বরিশাল। আগে ব্যাট করে সাকিব-প্রিটোরিয়াসের ঝড়ে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানের সংগ্রহ পায় বরিশাল। পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে আসতে এই ম্যাচে জিততে হবে সাকিবদের। 

শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে এদিন ওপেনিংয়ে চমক দেখায় বরিশাল। দলটির হয়ে ওপেনিং করতে নামেন আনামুল হক বিজয় এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে সফল হননি রিয়াদ। মাত্র ৯ রান করে ফেরেন তিনি। আরেক ওপেনার বিজয় করেন ২৯ বলে ২৮ রান।

তিনে নেমে ১৪ রান করেন চতুরঙ্গ ডি সিলভা। চারে ব্যাট হাতে নামতেই আক্রমণ চালায় সাকিব। তবে ২২ রানে ক্যাচ দিয়ে ফেরেন তারকা এই অলরাউন্ডার। এরপর প্রিটোরিয়াসকে নিয়ে জুটি গড়েন ইব্রাহিম জাদরান। ২১ রানে থাকা অবস্থায় বিদায় নেন এই আফগান ক্রিকেটার। প্রিটোরিয়াস থামেন ৪৮ রানে। এছাড়া করিম জানাত করেন ১৮ রান। খুলনার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন।

এদিকে একাদশে থাকলেও এদিন অধিনায়কের দায়িত্ব পালন করছেন না সাকিব আল হাসান। তার জায়গায় দায়িত্বে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com