
ব্র্যাকের হোপ ফেস্টিভ্যাল: সম্ভাবনার শক্তির প্রতিচ্ছবি নানা আয়োজনে
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২৩ । ২১:৪৩ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২৩ । ২১:৪৩
সমকাল প্রতিবেদক

ছবি: সংগৃহীত
রাজধানীর আর্মি স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করলেই যেন চোখের সামনে ভেসে উঠছে আশা ও সম্ভাবনার এক টুকরো বাংলাদেশ। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে এখানে চলা হোপ ফেস্টিভ্যালের প্রতিটি আয়োজনেই যেন ফুটে উঠেছে দেশের মানুষের হার না মানার শক্তি, অফুরান সম্ভাবনা আর নানা বিপর্যয়ের মুখে ঘুরে দাঁড়ানোর গল্প। লড়াকু মানুষের সাফল্যের গল্পগুলোর উপস্থাপনাও ছড়াচ্ছে আশার বার্তা।
সাপ্তাহিক ছুটি হওয়ায় শুক্রবার হোপ ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনে যেন আর্মি স্টেডিয়ামে মানুষের ঢল নেমেছিল। ব্র্যাকের ৫০ বছরের যাত্রার অংশ হিসেবে আয়োজিত এই উৎসবের দ্বিতীয় দিনের প্রতিপাদ্য ছিল 'সম্ভাবনার শক্তি'। তাই এদিন সব আয়োজন ছিল এ প্রতিপাদ্যকে কেন্দ্র করেই। ছিল সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনার গল্প, মানবশক্তির প্রতি সম্মাননা ও লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির আহ্বান। এদিন দর্শকরা মুখোমুখি হন 'আবেদ ভাই : জীবন দর্শন ও আশার জয়' শিরোনামে একটি নিমগ্ন অভিজ্ঞতার (ইমারসিভ এপপেরিয়েন্স)। যাতে স্টেডিয়ামের চারদিকে দেয়ালে ডিজিটালি ভেসে ওঠে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জীবনদর্শন এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকাল থেকে বিশ্বময় ছড়িয়ে পড়ার গল্প। জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে এসে সাফল্যের দেখা পাওয়া ৫০ জন মানুষের ছবি দেখতে দেখতে শেষ হয় এ অভিজ্ঞতা। বাংলাদেশে এই প্রথমবার দর্শক এমন ইমারসিভ এপপেরিয়েন্স প্রযুক্তি ব্যবহার করে তথ্যচিত্র দেখার অভিজ্ঞতা পেলেন।
এদিন খেলার জগৎ, আরবান গার্ডেনিং, রোবোবাইটস ও রিকশা পেইন্টিংয়ের কর্মশালাগুলোতেও অংশ নিতে প্রচুর মানুষ হাজির হয়েছিলেন। ছিল প্রদর্শনী, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। বিশেষ করে বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম ইশারা, ভাষায় আহসান হাবিব ও তাঁর দলের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। যাত্রিকের পরিচালনায় পরিবেশিত হয় 'অলওয়েজ অ্যা ওয়ে : ফিফটি স্টোরিজ অব কারেজ অ্যান্ড হোপ' শীর্ষক নৃত্যনাট্য। আরও ছিল লিঙ্গসমতা নিয়ে 'সমতন্ত্র' শীর্ষক নবনীতা চৌধুরীর বিশেষ পরিবেশনা। সব শেষে ব্যান্ড দল রেনেসাঁ, ফিডব্যাক, ইমন চৌধুরী ও তাঁর দল, মিফতাহ জামান ও গার্ল পাওয়ার গান দিয়ে মুগ্ধতা তৈরি করেন। এর বাইরে আড়ংয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় বিশেষ ফ্যাশন শো।
এদিকে আড়ংয়ের আয়োজনে, 'পিন অ্যান্ড উইন' খেলায় অংশ নিয়ে অনলাইন কেনাকাটায় ২০ শতাংশ ছাড়ের সুযোগ পাচ্ছেন অংশগ্রহণকারীরা। আজ শনিবার উৎসবের শেষ দিন। উৎসবের এদিনের প্রতিপাদ্য 'যে পৃথিবী আমরা গড়তে চাই'। হোপ ফেস্টিভ্যালে ব্র্যাকের সহ-আয়োজক প্রতিষ্ঠানগুলো হচ্ছে বিকাশ, ব্র্যাক ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com