
চট্টগ্রামে আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২৩ । ০৩:৩৯ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২৩ । ০৩:৩৯
চট্টগ্রাম ব্যুরো

ছবি: র্যাবের সৌজন্যে
চট্টগ্রামে আবুল খায়ের টোবাকো কোম্পানির ডিলারের দোকানে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার ও শুক্রবার চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন- কুমিল্লার দাউদকান্দি থানার বেলানগর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে মো. মামুন (৩৪), তার ভাই মো. আলী (৩৮), একই এলাকার মৃত ঝারু মিয়ার ছেলে মো. রাসেল ও কুমিল্লার কোতোয়ালী থানার পশ্চিম বাগিচাগাঁও গ্রামের মো. শাহজাহান ছেলে মো. এনায়েত উল্লাহ শান্ত (২৮)। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ৭ হাজার ৮০০ মেরিস সিগারেট ও ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, গত ৫ জানুয়ারি ফটিকছড়ির ভুজপুরে নারায়ন হাট আবুল খায়ের টোবাকো কোম্পানির ডিলারের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল দরজা ভেঙে দোকানে ঢুকে এক লাখ আবুল বিড়ি, ৭৮ হাজার মেরিস সিগারেট, দুই লাখ টাকা এবং দুইটি মোবাইল সেট নিয়ে যায়। এ ঘটনায় পরদিন ভুজপুর থানায় মামলা দায়ের হয়।
পুলিশ এ ঘটনায় আলাউদ্দিন ও রিপন নামে দুইজনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে চট্টগ্রামের হালিশহর, ডবলমুরিং ও কুমিল্লায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com