
নাটোরের 'ধোঁয়া মানব'
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নবীউর রহমান পিপলু, নাটোর

গোলাম রাব্বানী
মাথা দিয়ে ধোঁয়া জাতীয় বাষ্প বের হওয়ায় ভাইরাল হওয়া নাটোরের বাগাতীপাড়ার সেই ধোঁয়া মানব গোলাম রাব্বানীকে নিয়ে আলোচনা থামছে না। কাঁচা সুপারি দিয়ে পান খাওয়ার পর মাথা দিয়ে বের হওয়া ধোঁয়ার উৎস খুঁজতে পরীক্ষা-নিরীক্ষা করেও অস্বাভাবিক কিছুই পায়নি স্থানীয় স্বাস্থ্য বিভাগ। ঘটনা তদন্তে গঠিত মেডিকেল টিম গত ১ ফেব্রুয়ারি তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে। তবে প্রাথমিকভাবে কোনো অস্বাভাবিকতা পাননি বলে জানিয়েছেন ওই টিমের সদস্যরা। বিষয়টি জানতে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলেও জানান তিন সদস্যের দলটি।
সম্প্রতি নাটোরের বাগাতীপাড়া উপজেলার চকগাজীপুর গ্রামের গরু ব্যবসায়ী গোলাম রাব্বানীর মাথা দিয়ে ধোঁয়া বের হওয়ার ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। গণমাধ্যমকর্মীরা ছুটে গেছেন তাঁকে নিয়ে প্রতিবেদন করার জন্য। মাথা দিয়ে ধোঁয়া বের হওয়ার বিষয়টি দেখার পর এলাকায় এখন অনেকেই তাঁকে 'ধোঁয়া রাব্বানী' বা 'ধোঁয়া মানব' বলেই ডাকেন। শীতকালে মুখ দিয়ে বাষ্পাকারে ধোঁয়া বের হওয়া একটি স্বাভাবিক ঘটনা হলেও মাথা দিয়ে ধোঁয়া ওঠার ঘটনায় অনেকেই অবাক বা বিস্মিত হন। কাঁচা সুপারি দিয়ে পান খেলেই বাষ্পের মতো ধোঁয়া উঠতে থাকে তাঁর মাথা দিয়ে। এ ছাড়া পান খাওয়ার পর শরীর ঘেমে যায়। অনেকেই স্বচক্ষে দেখার জন্য তাঁকে পান কিনে খাওয়ান। ঘটনাটি ভাইরাল হওয়ার পর গোলাম রাব্বানীকে এখন আর পান কিনে খেতে হচ্ছে না। যাঁরা তাঁর মাথা দিয়ে ধোঁয়া ওঠা দেখতে যান তাঁরাই পান কিনে খাওয়ান।
গোলাম রাব্বানী জানান, অনেক আগে থেকেই সুপারি দিয়ে পান খেলে প্রচুর ঘামতেন। কিন্তু গত ৭-৮ বছর থেকে ঘামের সঙ্গে সঙ্গে মাথা দিয়ে ধোঁয়া ওঠা শুরু করে। প্রথম দিকে বিষয়টি নিয়ে তিনি ভাবনায় পড়েছিলেন। কিন্তু কোনো অসুবিধা না হওয়ায় বিষয়টিকে তেমন পাত্তা দেননি। কাঁচা সুপারি দিয়ে যখনই তিনি পান খাওয়া শুরু করেন, তখন পুরো শরীর দিয়ে ঘাম বের হতে থাকে। এর পরই মাথা দিয়ে বাষ্পের মতো ধোঁয়া উঠতে থাকে। আবার পান খাওয়া শেষ হলে তার ধোঁয়া ওঠাও চলে যায়। তবে ঘটনাটি শীতকালে বেশি হয়। স্থানীয়রা এই ধোঁয়া দেখার জন্য তাকে শখ করে পান খাওয়াতে শুরু করেন। বিষয়টি তিনি বেশ উপভোগ করছেন। শরীরের কোনো অসুবিধা না হওয়ায় তিনি কোনো চিকিৎসকের কাছেও যাওয়ার প্রয়োজন অনুভব করেননি। অবশ্য তাঁর মাথায় প্রায় চুল শূন্য। আগে তাঁর মাথায় প্রচুর ঘন ও কালো চুল ছিল বলে স্থানীয়রা জানান। ধোঁয়া ওঠার পর থেকে তাঁর মাথার চুল সব উঠে গেছে। এ ছাড়া তাঁর উচ্চরক্তচাপ ও রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকায় একসময় এ-সংক্রান্ত ওষুধ খেতেন; বর্তমানে তাও বন্ধ করে দিয়েছেন। া
সম্প্রতি নাটোরের বাগাতীপাড়া উপজেলার চকগাজীপুর গ্রামের গরু ব্যবসায়ী গোলাম রাব্বানীর মাথা দিয়ে ধোঁয়া বের হওয়ার ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। গণমাধ্যমকর্মীরা ছুটে গেছেন তাঁকে নিয়ে প্রতিবেদন করার জন্য। মাথা দিয়ে ধোঁয়া বের হওয়ার বিষয়টি দেখার পর এলাকায় এখন অনেকেই তাঁকে 'ধোঁয়া রাব্বানী' বা 'ধোঁয়া মানব' বলেই ডাকেন। শীতকালে মুখ দিয়ে বাষ্পাকারে ধোঁয়া বের হওয়া একটি স্বাভাবিক ঘটনা হলেও মাথা দিয়ে ধোঁয়া ওঠার ঘটনায় অনেকেই অবাক বা বিস্মিত হন। কাঁচা সুপারি দিয়ে পান খেলেই বাষ্পের মতো ধোঁয়া উঠতে থাকে তাঁর মাথা দিয়ে। এ ছাড়া পান খাওয়ার পর শরীর ঘেমে যায়। অনেকেই স্বচক্ষে দেখার জন্য তাঁকে পান কিনে খাওয়ান। ঘটনাটি ভাইরাল হওয়ার পর গোলাম রাব্বানীকে এখন আর পান কিনে খেতে হচ্ছে না। যাঁরা তাঁর মাথা দিয়ে ধোঁয়া ওঠা দেখতে যান তাঁরাই পান কিনে খাওয়ান।
গোলাম রাব্বানী জানান, অনেক আগে থেকেই সুপারি দিয়ে পান খেলে প্রচুর ঘামতেন। কিন্তু গত ৭-৮ বছর থেকে ঘামের সঙ্গে সঙ্গে মাথা দিয়ে ধোঁয়া ওঠা শুরু করে। প্রথম দিকে বিষয়টি নিয়ে তিনি ভাবনায় পড়েছিলেন। কিন্তু কোনো অসুবিধা না হওয়ায় বিষয়টিকে তেমন পাত্তা দেননি। কাঁচা সুপারি দিয়ে যখনই তিনি পান খাওয়া শুরু করেন, তখন পুরো শরীর দিয়ে ঘাম বের হতে থাকে। এর পরই মাথা দিয়ে বাষ্পের মতো ধোঁয়া উঠতে থাকে। আবার পান খাওয়া শেষ হলে তার ধোঁয়া ওঠাও চলে যায়। তবে ঘটনাটি শীতকালে বেশি হয়। স্থানীয়রা এই ধোঁয়া দেখার জন্য তাকে শখ করে পান খাওয়াতে শুরু করেন। বিষয়টি তিনি বেশ উপভোগ করছেন। শরীরের কোনো অসুবিধা না হওয়ায় তিনি কোনো চিকিৎসকের কাছেও যাওয়ার প্রয়োজন অনুভব করেননি। অবশ্য তাঁর মাথায় প্রায় চুল শূন্য। আগে তাঁর মাথায় প্রচুর ঘন ও কালো চুল ছিল বলে স্থানীয়রা জানান। ধোঁয়া ওঠার পর থেকে তাঁর মাথার চুল সব উঠে গেছে। এ ছাড়া তাঁর উচ্চরক্তচাপ ও রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকায় একসময় এ-সংক্রান্ত ওষুধ খেতেন; বর্তমানে তাও বন্ধ করে দিয়েছেন। া
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com