তাড়াশে বিএনপির ৮ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২৩ । ১৩:১১ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২৩ । ১৩:১১

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

ফাইল ছবি

১০ দফা দাবিতে ইউনিয়ন পদযাত্রা শুরুর পূর্বে সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম আজম, মাগুড়াবিনোদ ইউনিয়নের যুবদলের আহ্বায়ক নাজমুল হুদা রবি, সদস্য সচিব তারেক মোল্লা, সগুনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাইদ, মাগুড়াবিনোদ ইউনিয়ন বিএনপির সভাপতি মাজাহার আলী, বিএনপি নেতা রফিকুল ইসলাম, হাসিনুর রহমান প্রিন্স ও মোহাম্মাদ আলী।

এ বিষয়ে মো. নূরে আলম জানান, গ্রেপ্তারকৃতরা পুরানো নাশকতার মামলার আসামি। তাদেরকে আজ দুপুরে আদালতে পাঠানো হচ্ছে। 

অপর দিকে তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম. আফছার আলী বলেন, দেশব্যাপী বর্তমান সরকারের নৈরাজ্যের প্রতিবাদে ইউনিয়ন পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের পদযাত্রা ব্যহত করতে পুলিশ তাদের নেতাকর্মীদের পুরানো নাশকতার গায়েবি মামলায় গ্রেপ্তার করছে। 


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com