
মাগুরায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ
'নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব থাকবে না'
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২৩ । ১৫:১৪ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২৩ । ১৫:১৮
মাগুরা প্রতিনিধি

সমাবেশে বক্তব্য দেন নির্মল কুমার চ্যাটার্জী - সমকাল
মাগুরা সদর উপজেলা ৩নং কছুন্দী ইউনিয়নের রামনগর বাজারে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কছুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ এ শান্তি সমাবেশের আয়োজন করে।
কছুন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান চপলের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জী। প্রধান বক্তা ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. শফিকুল ইসলাম মোহন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশারাফুল আলম বাবুল ফকির, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা পঙ্কজ সাহা, ৩নং কছুন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মোল্ল্যা, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেল প্রমুখ।
বিএনপি আন্দোলনের নামে যড়যন্ত্র করছে এমন অভিযোগ করে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নির্মল কুমার চ্যাটার্জী বলেন, বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার অপচেষ্টা চালাচ্ছে। তাদের এ অপচেষ্টা সফল হবে না। নির্বাচনের মাধ্যমেই সব ফয়সালা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশের মধ্যে দিয়ে সারাদেশে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছে। আগামী ২০২৪ সালের শুরুতে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিও সেই নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব থাকবে না।
আগামী নির্বাচনে জনগণ বিপুল ভোটে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে বলেও এসময় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু জানান, সদর উপজেলার ১৩টি ইউনিয়নসহ জেলার ৩৬টি ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তি সমাবেশ সফল কারার জন্য আগে থেকে জেলা আওয়ামী লীগের নেতাদের দুইটি করে ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে প্রস্তুতি সভা করে শান্তি সমাবেশগুলো সফল করেছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com