
বলিউডের যে ছবি নির্মিত মোবাইল ক্যামেরা দিয়ে
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২৩ । ১৬:১৬ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২৩ । ১৬:৪১
বিনোদন ডেস্ক

করোনার কারণে লকডাউনের সময় অ্যাপল ইন্ডাস্ট্রি প্রথম সারির পরিচালকদের কাছে স্মার্টফোনে ছবি তৈরির প্রস্তাব রেখেছিল। অ্যাপলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাতে অংশ নিয়েছিলেন ভারতীয় পরিচালক বিশাল ভরদ্বাজ। তিনি আইফোনের ক্যামেরা দিয়েই বানিয়ে ফেলেন আস্ত সিনেমা, নাম 'ফুরসত'।
ছবির মূল চরিত্রে রয়েছেন ঈশান খট্টর ও ওয়ামিকা গাবিব। মোবাইল ফোনে ধারণ করায় মুক্তির পর এই ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, লকডাউনের সময় ছবির নির্মাণকৌশল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন বিশাল ভরদ্বাজ।
'ফুরসত' এর গল্প ভবিষ্যৎ দর্শনের কথা বলে। যন্ত্রে ভবিষৎ দেখে এক যুবক তার বন্ধুকে সামনের বিপদ থেকে রক্ষা করতে পারবে কীনা, তা নিয়েই গল্প এগিয়েছে।
বিশাল ভরদ্বাজ বলেন, প্রথাগত সিনে-ক্যামেরায় অনেক মানুষ ও লেন্স দরকার পড়ে, ফলে চলাফেরা করাই মুশকিল হয়। স্মার্টফোনে সে সবের বালাই নেই। সমস্যা এড়িয়ে অনেক দ্রুত শুটিং করা যায়।
এর আগেও, স্মার্টফোন ব্যবহার করে ছবি তৈরি করেছেন অনেকে। হলিউড পরিচালক স্টিভেন সোডারবার্গ আইফোন ব্যবহার করে তৈরি করেন 'আনসেন' ও 'হাই ফ্লাইং বার্ড'- এর মতো পূর্ণ দৈর্ঘ্য ছবি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com