এয়ারলাইন্সের বাসে স্বর্ণ পাচার মামলা তদন্তে নেই অগ্রগতি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২৩ । ১৭:০৮ | প্রিন্ট সংস্করণ

সমকাল প্রতিবেদক

ফাইল ছবি

ঢাকার শাহজালাল বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রী পরিবহন বাসে প্রায় ১৪ কোটি টাকার স্বর্ণ পাচার মামলায় কোনো অগ্রগতি নেই। গতকাল শুক্রবার পর্যন্ত গত ৮ দিনেও বাসের চালকের বাইরে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গত ২ ফেব্রুয়ারি বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় তল্লাশি করে ইউএস বাংলার একটি বাস থেকে ১৪ কেজি ১৩২ গ্রাম স্বর্ণবার জব্দ করে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় বাসটির চালক হারুনর রশিদকে পুলিশে সোপর্দ এবং তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় স্বর্ণ পাচার আইনে একটি মামলা করেন কাস্টমস কর্মকর্তা। এ ঘটনায় তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জেলহাজতে রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই সুমন পারভেজ জানান, মামলাটির তদন্ত অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত স্বর্ণ পাচার মামলার সঙ্গে জড়িত ইউএস বাংলা বাসের চালকের বাইরে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

থানার ওসি আজিজুর রহমান জানান, ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রী পরিবহন বাসে স্বর্ণ পাচারের সঙ্গে বড় একটি সিন্ডিকেট রয়েছে। রিমান্ডে বাসের চালকের দেওয়া তথ্য গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি, জড়িত সিন্ডিকেট চক্রটি শিগগিরই শনাক্ত হবে।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সৈয়দ মোকাদেশ হোসেন জানান, ২ ফেব্রুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় ইউএস বাংলার একটি যাত্রী পরিবহন বাসে তল্লাশি করে ১৪ কেজির বেশি স্বর্ণবার জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বাসের চালক হারুনর রশিদকে আটক করে থানায় সোর্পদ করা হয়।

মামলা তদন্ত করে স্বর্ণ পাচারে জড়িত সিন্ডিকেট শনাক্ত করার দায়িত্ব এখন পুলিশের।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com