নরসিংদীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলি ছুড়ে এলাকা ছাড়েন খোকন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২৩ । ২৩:১৯ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২৩ । ২৩:২৭

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ছাত্রদলের পদ বঞ্চিতদের বিক্ষোভ। ছবি: সমকাল

নরসিংদীতে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনের সমর্থকদের সঙ্গে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পদবঞ্চিতদের তোপের মুখে খায়রুল কবির খোকন গুলি ছুড়ে এলাকা ছাড়েন। এতে উভয় পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলার গ্রামীণ হোটেল এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খায়রুল কবির খোকন রায়পুরা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট একে নেছার উদ্দিনের জানাজায় যাওয়ার পথে ইটাখোলা এলাকায়  গ্রামীণ হোটেলের সামনে যাত্রা বিরতি দেন। ঠিক এ সময় ছাত্রদলের পদবঞ্চিত নেতা ফাহিম ভুঁইয়া রাজ, অভিসহ বেশ কয়েকজন হোটেলের পাশে গ্যাস নিতে যান। তখন পদবঞ্চিত নেতাকর্মীরা ছাত্রদলের কমিটি বাতিলের দাবীতে তার গাড়ির সামনে বিক্ষোভ করেন। পরে খোকনের কুশপুত্রলিকায় আগুন দেন তারা। একপর্যায়ে খায়রুল কবির খোকনের সমর্থক ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় খোকন পিস্তল বের করে গুলি ছোড়েন।  

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার বলেন, খোকন সমর্থক ও ছাত্রদলের পদ বঞ্চিতদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খোকন গুলিও ছুড়েছেন। সংঘর্ষের ঘটনায় আহত ফাহিম ও মাহিদুল হামলার ঘটনায় খায়রুল কবির খোকনসহ কয়েকজনের বিরুদ্ধে শিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় শুভ নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

জেলা পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, সংঘর্ষের সময় খোকন যে পিস্তলে গুলি ছুড়েছেন সেটি বৈধ কি-না তা দেখা হবে। সংঘর্ষের ঘটনায় দায়ী সবার বিরুদ্ধে  আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

এ ব্যাপারে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

জেলা বিএনপির সদস্যসচিব মন্জুর এলাহী বলেন, ‘বিষয় আমি লোকমুখে শুনেছি। তবে এ বিষয়ে এখনও খোকন ভাইয়ের সঙ্গে কোনো কথা হয়নি।

এ দিকে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা সন্ধ্যার পর নরসিংদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। সেখানে তারা বলেন, খায়রুল কবির খোকন আমাদের অভিভাবক। তাই তিনি আমাদের ওপর গুলি ছুড়তে পারেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন, তিনি যেন বিষয়টির সুষ্ঠু সমাধান করেন। পাশাপাশি নরসিংদী জেলা ছাত্রদলের কমিটিতে যোগ্য, দক্ষ ও মেধাবী এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com